
মুম্বই: উত্তরাখণ্ডের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমে প্রথম বলেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন রােহিত শর্মা। সিকিমের বিরুদ্ধে প্রথম ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচেই খাতাই খুলতে পারলেন না হিটম্য়ান। প্রায় ১০ বছর পর বিজয় হাজারে ট্রফিতে প্রত্য়াবর্তন করেছিলেন রোহিত শর্মা। সিকিমের বিরুদ্ধে প্রথম ম্য়াচেই ১৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। কিন্তু উত্তরাখণ্ডের বিরুদ্ধে মাত্র এক বলই স্থায়ী থাকলেন ডানহাতি তারকা ওপেনার। দেবেন্দ্র সিংহ বোরার বলে জগমোহন নাগারকোটির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত।
ম্য়াচে প্রথম বলেই নিজের পছন্দের পুল শট মারতে গিয়েছিলেন রোহিত। উত্তরাখণ্ডের পেসার দেবেন্দ্র প্রথম বলটিই বাউন্সার দেন। আর বাউন্সার পেলে সেই বলটি পুল শটে গ্যালারি ফেলতে রোহিতের জুরি মেলা ভার। কিন্তু এদিন একটুর জন্য ভুল হয়ে গেল। বলটি পুল শটে মারলেও, তা গ্যালারিতে ফেলতে পারলেন না। ক্যাচ আউট হয়ে যেতে হল। সোয়াই মনসিংহ স্টেডিয়ামে এদিন খেলা শুরু হওয়ার পর উত্তরাখণ্ডের ক্যাপ্টেন টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন। রােহিত শর্মা মাঠে নামতেই গ্যালারির দর্শকরা সমর্থনে চিৎকার করছিলেন। বিশেষ করে প্রথম বলেই রোহিতের পুল শট দেখে সবাই ভেবেছিলেন যে আরও একটা ছক্কা হাঁকাতে চলেছেন হিটম্যান। কিন্তু তার আগেই ক্যাচ আউট হয়ে যান হিটম্য়ান।
এর আগে মুম্বই বনাম সিকিম ম্য়াচে জয়পুরে এই ম্যাচের জন্য মাঠে যেকয়টি গ্যালারি খোলা হয়েছিল, সেই সবকয়টিই একেবারে কানায় কানায় ভর্তি ছিল। উপলক্ষ্য একটাই রোহিত শর্মাকে খেলতে দেখা। সেখানেই বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় দর্শকাশন থেকে রোহিতের জন্য এক আজব প্রস্তাব দেওয়া হয়। তাঁকে কয়েকজন দর্শক বড়া পাও খাওয়ার প্রস্তাব দেন। তবে মুম্বইকর এই প্রস্তাবে সায় দেননি। তিনি মুচকি হেসে হাত নেড়ে প্রস্তাব নাকচ করে দেন।
এই মজাদার ঘটনার ভিডিও একদিকে অনুরাগীদের উদ্দেশে রোহিতের ব্যবহারের জন্যই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। রোহিত হালে অনেকটাই ওজন ঝরিয়ে ফেলেছেন। হালে তাঁকে ভারতের একটি ম্যাচ জয়ের পরে বিরাট কোহলির তরফে কেক খাওয়ার প্রস্তাব দেওয়া হলেও, তিনি ‘আবার মোটা হয়ে যাব’ বলে নাকচ করে দেন। যেখানে তাঁর ফর্ম এবং ফিটনেস এত চর্চা ছিল সেখানে তিনি ওজন কমিয়ে নিজের ফিটনেস প্রমাণ করে ফেলেছেন। আর ফর্মের কথা বললে, সেটা পুনরায় একবার সিকিমের বিরুদ্ধে এই ম্যাচেই প্রমাণ করলেন রোহিত।
(Feed Source: abplive.com)
