Sunil Gavaskar On Vaibhav Suryavanshi: ‘IPL ভুলে যাও’…! বৈভবকে ‘সেনসেশন’ মানতে আপত্তি সানির! বিশ্বকাপের মাঝেই চরম হুঁশিয়ারি কিংবদন্তির
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) অত্যন্ত সংক্ষিপ্ত ক্রিকেট কেরিয়ারে ইতোমধ্যেই অসংখ্য রেকর্ড ভেঙেছে। ১৪ বছর বয়সী এই ক্রিকেটারের আইপিএল আবির্ভাবই প্রথম বলে ছক্কা হাঁকিয়ে। বাইশ গজে নিজের আগমনী বার্তা জানান দিয়েই তৃতীয় আইপিএল ম্যাচে ৩৫ বলে সেঞ্চুরি করেছে। সূর্যবংশীর মতোও ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মাত্রেও (Ayush Mhatre) অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়। যিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে খেলে মোহিত করেছেন। সূর্যবংশী এবং তাঁর সতীর্থরা যখন চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলছেন (U19 World Cup 2026) তখন…



