মাত্র ৪৯ বলেই সেঞ্চুরি, মুস্তাক আলিতে ব্যাট হাতে ঝড়় তুললেন আয়ুশ মাথরে
মুম্বই: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি টুর্নামেন্টে ব্যাট হাতে ঝড় তুললেন আয়ুশ মাথরে। বিদর্ভের বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে খেলত নেমে ৪৯ বলে শতরান হাঁকাল তরুণ এই ব্যাটার। বিদর্ভের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই শিবির। ১৯৩ রান বোর্ডে তুলেছিল বিদর্ভ। সেই রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে যায় মুম্বই। প্রথমে ব্যাটিং করতে নেমে বিদর্ভের ওপেনিং জুটি অথর্ব টাইডে ও আমন মোখাদে ১১৫ রানের বিরাট পার্টনারশিপ গড়ে তোলেন। যদিও সেই জুটিকে প্রথম ধাক্কা দেন বাঁহাতি স্পিনার…



