WATCH Vaibhav Suryavanshi: অবিশ্বাস্য! দেখুন ৯X৪, ১৪X৬-এ ৯৫ বলে ১৭১ রানের মহাপ্রলয়! ‘দানব’-বালককে রুখবে কে?
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতের টিনেজ ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) রুখবে কার সাধ্যি! চলতি বছর আগুনে ফর্মে রয়েছে ১৪ বছরের বাঁ-হাতি বিধ্বংসী ব্যাটার। ফের একবার বাইশ গজ দেখল বৈভবের ভয়ংকর তেজ। একাই সব ছারখার করে দিল ‘বিহারিবাবু’… ১২ ডিসেম্বর, শুক্রবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে (ICC Academy Ground) রণংদেহী মূর্তি ধারণ করে বৈভব। বৈভবের বেদম প্রহার আমিরশাহীর বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের জার্সিতে আবারও জ্বলে উঠল বৈভব। ৯ চার ও ১৪ ছয়ের সুবাদে ৯৫ বলে ১৭১ রানের মারকাটারি…









