
কলকাতা: তাকে বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার। বয়স মাত্র ১৪ বছর। অথচ ব্যাট হাতে ক্রিজে নামলেই ছক্কার বন্যা। বিস্ময় কিশোর সেই বৈভব সূর্যবংশী বুধবার নেমেছিলেন ইডেন গার্ডেন্সে। তাও প্রিয় ফর্ম্যাট টি-২০ ক্রিকেটে। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের এলিট গ্রুপ বি পর্বে ইডেনে বিহারের প্রতিপক্ষ ছিল চণ্ডীগড়। বৈভবের কাঁধে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বও।
তবে জ্বলে উঠেও বড় রান পেল না বৈভব। ম্যাচে হেরে গেল তার দল বিহারও। তাদের ৬ উইকেটে হারাল চণ্ডীগড়। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চণ্ডীগড়। শুরুতেই ইডেনে বৈভব শো দেখার অপেক্ষা ছিল। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে আইপিএলে খেলেছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে হাফসেঞ্চুরি করে ভেঙে দিয়েছে ইউসুফ পাঠানের রেকর্ড। তারপর থেকে বৈভব যা ধরেছে, সবই সোনা। ভারত এ হোক কিংবা অনূর্ধ্ব ১৯ জাতীয় দল, বৈভব খেলা মানেই প্রতিপক্ষ বোলাররা আতঙ্কে থাকেন।
বুধবার ইডেনে শুরুটা করেছিল দুর্দান্তভাবে। প্রথম ওভারেই সন্দীপ শর্মাকে জোড়া ছক্কা মারে বৈভব। ইডেনে ঝড় ওঠার ইঙ্গিত। কিন্তু সেই ওভারেই আউট হয়ে যায়। ৪ বলে ১৪ রান করে। প্রথমে ব্যাট করে বিহার তোলে ১৫৭/৭। জবাবে ৮ বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় চণ্ডীগড়। মনন ভোরা ইনিংস ওপেন করতে নেমে ৪০ বলে ৫০ রান করেন।
এদিন কলকাতায় ব্যাট হাতে ব্যর্থ হলেন বেঙ্কটেশ আইয়ার। গত আইপিএলে যিনি ছিলেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি ক্রিকেটার। এবার অবশ্য নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছে কেকেআর। মধ্য প্রদেশের হয়ে ব্যাটে ব্যর্থ বেঙ্কি। ৬ নম্বরে নেমে ১৬ বলে করলেন ১১ রান। সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথমে ব্যাট করে মধ্য প্রদেশ আটকে যায় ১৪৪/৯ স্কোরে। ১১ বল বাকি থাকতে মাত্র ৫ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে হায়দরাবাদ।
বুধবার প্রথম ম্যাচে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ছিল রিঙ্কু সিংহের পরীক্ষা। গোয়াকে ৬ উইকেটে হারিয়ে অভিযান শুরু করলেন রিঙ্কুরা। প্রথমে ব্যাট করে গোয়া তোলে ১৭২/৯। ভুবনেশ্বর কুমারের ২ উইকেট। সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর ২২ বলে ২৮ করেন। অভিনব তেজরানা ৩৫ বলে করেন ৭২ রান। জবাবে ১০ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় উত্তর প্রদেশ। ৫৭ বলে ৯৩ রানে অপরাজিত ছিলেন আরিয়ান জুয়েল। রিঙ্কু ৪ রান করে আউট হয়ে যান।
ইডেনে জম্মু ও কাশ্মীর হারিয়েছে মহারাষ্ট্রকে। প্রথমে ব্যাট করে মাত্র ১৩০ রানে শেষ হয়ে যায় মহারাষ্ট্র। ব্যর্থ রুতুরাজ গায়কোয়াড়, পৃথ্বী শ। উমরন মালিকের ২ উইকেট। ৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় জম্মু ও কাশ্মীর।
(Feed Source: abplive.com)
