কলকাতায় পরীক্ষা বৈভব সূর্যবংশীদের, পাণ্ড্য ভাইদের বিরুদ্ধে চমক বাংলা দলে?

কলকাতায় পরীক্ষা বৈভব সূর্যবংশীদের, পাণ্ড্য ভাইদের বিরুদ্ধে চমক বাংলা দলে?

কলকাতা: শীতের আমেজ শহরে। কলকাতায় তাপমাত্রার পারদ নামছে। আর তার মাঝেই ক্রিকেটীয় দ্বৈরথের উত্তাপ বাড়িয়ে আজ থেকে শহরে বাইশ গজের যুদ্ধে নেমে পড়ছে বৈভব সূর্যবংশী। সঙ্গে রিঙ্কু সিংহ, পৃথ্বী শ, অর্জুন তেন্ডুলকরদের মতো নামী ক্রিকেটারেরা।

উপলক্ষ্য, সৈয়দ মুস্তাক আলি টি-২০। ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত টি-২০ টুর্নামেন্টের এলিট গ্রুপ বি-র সমস্ত ম্যাচ পড়েছে কলকাতায়। ইডেন গার্ডেন্স ও সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠ মিলিয়ে হবে মোট ২৮টি ম্যাচ। এই পর্বে খেলা রয়েছে উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, গোয়া, জম্মু ও কাশ্মীর, হায়দরাবাদ, চণ্ডীগড় ও মধ্য প্রদেশের। উত্তর প্রদেশের হয়ে খেলছেন রিঙ্কু সিংহ, ভুবনেশ্বর কুমার, প্রিয়ম গর্গরা। বুধবার সকালে যাঁরা সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে মুখোমুখি হয়েছে গোয়ার। গোয়ার হয়ে নেমেছেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর।

বিকেলে এই মাঠেই পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের মুখোমুখি হচ্ছে উমরান মালিকের জম্মু ও কাশ্মীর। বিকেলে ইডেন গার্ডেন্সের দিকেও চেয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী নামছে বিহারের জার্সিতে। মঙ্গলবার কলকাতায় প্র্যাক্টিসও সেরেছে বৈভব। বাঁহাতি ব্যাটার টি-২০ টুর্নামেন্টে কতটা বিধ্বংসী হয়ে ওঠে, দেখার অপেক্ষা। বিহারের সামনে বিকেল সাড়ে চারটের ম্যাচে চণ্ডীগড়। ইডেনে দুপুরের ম্যাচে বেঙ্কটেশ আইয়ারদের মধ্য প্রদেশের সামনে হায়দরাবাদ।

বুধবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে অভিযান শুরু করছে বাংলাও। হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে বাংলার প্রতিপক্ষ বঢোদরা। যে দলে রয়েছেন পাণ্ড্য ব্রাদার্স – হার্দিক ও ক্রুণাল। তবে হার্দিক দলে থাকলেও তিনি বুধবারের ম্যাচে নাও খেলতে পারেন। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল অবশ্য জানিয়েছেন, কে খেলছেন আর কে খেলতে পারছেন না, তা নিয়ে বাংলা শিবির ভাবছে না। লক্ষ্মীরতনের কথায়, ‘প্রতিপক্ষ নিয়ে আমরা কোনওদিনই চিন্তিত থাকি না। নিজেদের শক্তি-দুর্বলতা নিয়েই ভাবছি।’

শোনা গেল, বাংলার হয়ে ইনিংস ওপেন করতে পারেন কর্ণ লাল ও অভিষেক পোড়েল। এরপর ব্যাটিং অর্ডারে থাকতে পারেন অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামিরা। শাহবাজ আমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়-সহ একাধিক অলরাউন্ডারকে দেখা যেতে পারে বাংলার একাদশে। তবে বোলিং শক্তিই বাংলার প্রধান ভরসা। মহম্মদ শামি নেতৃত্ব দেবেন যে বোলিং আক্রমণকে। সঙ্গে চমক হতে পারেন আকাশ দীপ। ভারতীয় টেস্ট দলে থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও ম্যাচেই খেলেননি। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দিয়েই মাঠে নামতে পারেন আকাশ।

(Feed Source: abplive.com)