আইপিএল শেষে ভারতীয় ‘এ’ দলের হয়ে মাঠে নামবেন বিরাট, রোহিতরা?
মুম্বই: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএলের আসর। ২৫ মে টুর্নামেন্টের ফাইনাল। তারপরে বেশ খানিকটা বিরতি। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকারা আইপিএলের পর প্রায় এক মাস ক্রিকেটের বাইরে থাকবেন। আইপিএল শেষের পরে সেই ২০ জুন শুরু হবে ভারতীয় দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। প্রতিপক্ষ ইংল্যান্ড। ৪৫ দিনের লম্বা এই সিরিজ়ের আগে দীর্ঘ বিরতি। ফলে ম্যাচ ফিটনেস ফিরে পেতে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) মতো সিনিয়র ক্রিকেটারদের খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা…