
লন্ডন: তরুণ দল, নতুন অধিনায়ক, উপরন্তু দলের তারকা ত্রয়ী আর অশ্বিন, বিরাট কোহলি, রোহিত শর্মা অবসর নিয়েছেন। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড সিরিজ়ের (India vs England) শুরুতে অনেকেই ভারতীয় দলকে নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে সেইসব সংশয় দূর করে পাঁচ ম্যাচের সিরিজ়ে প্রতিটিতেই লড়াই করে শুভমন গিলের নেতৃত্বাধীন দল। ওভালে নাটকীয় এক ম্যাচ মাত্র ছয় রানে জিতে সিরিজ়ও ড্র করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। এরপরেই বিস্ফোরক কেএল রাহুল (KL Rahul)।
ম্যাচের পর রাহুল বলেন, ‘এই ফলাফলের গুরুত্ব অপরিশীম। আমি বেশ কয়েকদিন হল ক্রিকেট খেলছি। আমরা এই বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। আমি দলকে বিশ্বকাপ জিততে দেখেছি। বিশ্বকাপ জয়ের সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না। তবে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তো অনেকেই উদ্বিগ্ন ছিলেন। আমার মতে দুই দলই এই সিরিজ়ে যেভাবে নিজেদের ক্রিকেটটা খেলেছে, তাতে আশা করি সেই প্রশ্নের উত্তর মিলে গিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের তো শুরুতে কেউই পাত্তাই দিতে চায়নি। তারপর আমরা যেভাবে লড়েছি এবং প্রতিটি ম্যাচে লড়ে সিরিজ় ২-২ করেছি, তবে আমাদের জন্য ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে এটা একেবারে শীর্ষ স্তরে থাকবে। এইখান থেকেই নতুন যুগের সূচনা হল এবং আমি আশা করছি এই দল ভারতের বাইরেও ভবিষ্যতে আরও অনেক সিরিজ় জিতবে। আমাদের তেমন দক্ষতা রয়েছে।’
3-1? 4-1? 4-0? 𝟮-𝟮 😎
𝙎𝙞𝙠𝙝𝙖𝙖𝙣𝙚 𝙖𝙖𝙮𝙚 𝙩𝙝𝙚, 𝙨𝙞𝙠𝙝𝙖 𝙙𝙞𝙮𝙖! 🫡🇮🇳#ENGvIND #INDvENG pic.twitter.com/IsbKheBt4g
— Star Sports (@StarSportsIndia) August 4, 2025
রোহিতদের মতো সিনিয়র তারকাদের অনুপস্থিতিতে দলে যে তাঁর ভূমিকাও বদলেছে, সেটাও স্পষ্ট জানিয়ে দিচ্ছেন। ‘আমি দলে যোগ দেওয়ার পরেই বিষয়টা হঠাৎ করেই বুঝতে পারি। আশেপাশে তাকিয়ে ওঁদের (বিরাট, রোহিতদের) দেখতে না পাওয়াটা একটু অদ্ভুত ছিল। সকলে এসে আমায় এখানকার পরিবেশ, পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করছিল। তখনই আমি বুঝতে পারি, দলে আমার ভূমিকা বদলেছে। আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমায় তরুণদের সাহায্য করতে হবে এবং দলের প্রয়োজনে সবার আগে এগিয়ে আসতে।’ জানান তারকা ভারতীয় ওপেনার।
দলের সিনিয়র ক্রিকেটার হিসাবে এই সিরিজ়ে রাহুলের ব্যক্তিগত পারফরম্যান্সও কিন্তু এই নজরকাড়া ছিল। তিনি সিরিজ়ে দলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন। ভারতীয় সমর্থকরা আশা করবেন রাহুলের এই ফর্ম যেন অব্যাহত থাকে।
(Feed Source: abplive.com)
