ব্রিসবেনে টেস্ট কেরিয়ারের ৪০ তম শতরান রুটের, সচিনের রেকর্ড কি অক্ষত থাকবে?
ব্রিসবেন: অস্ট্রেলিয়ার যদি মিচেল স্টার্ক থাকেন, তো ইংল্যান্ডের জো রুট। অজি পেসার গাব্বা টেস্টের প্রথম দিনে একাই ৬ উইকেট তুলে নিয়েছিলেন। অন্য়দিকে জো রুট ব্যাট হাতে অপরাজিত শতরান হাঁকালেন। ব্রিসবেনে গোলাপি বলের দিন রাতের টেস্টে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলেন ডানহাতি ইংরেজ ব্য়াটার। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলেছে ইংল্য়ান্ড। নিজের টেস্ট কেরিয়ারের ৪০ তম শতরান হাঁকালেন রুট। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের আরও কাছে পৌঁছে গেলেন রুট। এই মুহূর্তে রুটের ঝুলিতে রয়েছে ২৯১ ইনিংসে ১৩৬৮৬ রান। নিজের কেরিয়ারে…










