সিরাজ, প্রসিদ্ধের স্মরণীয় স্পেল, ছয় রানে টানটান ম্যাচ জিতে সিরিজ় ড্র করল ভারত
লন্ডন: ওভালে ম্যাচ জিতে সিরিজ় নিজেদের নামে করতে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৭৪ রান। ইংল্যান্ডকে ম্যাচ জিততে তাঁদের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করতে হত। তবে এই সিরিজ়ের প্রথম ম্যাচেই তো ইংল্যান্ড ৩৭৩ রান তাড়া করে জিতেছিল। তাই ইংল্যান্ডের এত বড় রান তাড়া করে জয়ের আত্মবিশ্বাস ছিলই। জো রুট (Harry Brook) এবং হ্য়ারি ব্রুক (Joe Root) ফের একবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর জন্য নিজেদের সেরাটা দেন। দুইজনেই দুরন্ত শতরান হাঁকান। তবে ইংল্যান্ড ও জয়ের মাঝে ভারতের হয়ে দাঁড়িয়ে ছিলেন…









