বাটলার, সুদর্শনের অর্ধশতরানও কাজে দিল না, গুজরাতকে হারিয়ে আইপিএল অভিযান শুরু পাঞ্জাবের
আমদাবাদ: সামনে ছিল রেকর্ড রানের লক্ষ্যে। সেই লক্ষ্যে পৌঁছনোর উদ্দেশ্যে শুভমন গিল, রাদারফোর্ড, জস বাটলার (Jos Buttler), সাই সুদর্শনরা (Sai Sudarshan)। তবে শেষরক্ষা হল না। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৪৪ রান তাড়া করতে নেমে ২৩২ রানেই থামল গুজরাত টাইটান্সের ইনিংস (Gujarat Titans vs Punjab Kings)। বল হাতে পাঞ্জাব কিংসের হয়ে ৩৬ রানের বিনিময়ে দুই উইকেচ নিয়ে সফলতম বোলার অর্শদীপ সিংহ। বড় রান তাড়া করতে নেমে গুজরাত শুরুটা খানিকটা দেখেশুনে করে। তবে গিল ও সুদর্শন ওপেনিংয়ে ৬১ রানের যোগ করেন। তবে…