Yashasvi Jaiswal: যশস্বীর বিশ্বরেকর্ড! ভারতের সঙ্গে ইংল্যান্ড কোচকেও টপকে গেলেন, লেখা হল নতুন ইতিহাস
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য় ফুচকাও বিক্রি করেছেন তিনি। তবে এসব আজ অতীত। তিনি এখন ভারতীয় দলের স্টার ওপেনার। বলে দেওয়ার আর দরকার নেই যে, কথা হচ্ছে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। অভাবের অন্ধকার পেরিয়ে আজ বছর বাইশের মুম্বই নিবাসী কোটি কোটি টাকার মালিক। ভারতীয় ক্রিকেটের আগামীর মহাতারকা হিসেবে দেখা হচ্ছে প্রতিভাবান যশস্বী। যেমন তাঁর নাম, তেমনই কাজ। যশস্বী এবার একই দিনে ভারতের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্য়াকালামকে (Brendon McCullum)…