Mitchell Starc | IPL 2025: ১১.৭৫ কোটির পেসারের ‘পঞ্চবাণ’; ধূলিসাৎ কমলা শিবির! দিল্লি বোঝাল, স্টার্ক একজনই…
জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অষ্টাদশ আইপিএলে (IPL 2025) আজ সুপার সানডে; লড়াইয়ে ৪ হেভিওয়েট টিম। বিশাখাপত্তনমে দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের (DC vs SRH)। এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি উড়িয়ে দিল ভয়ংকর কমলা শিবিরকে। আর একজনই লাইমলাইটে, তিনি একমেবাদ্বিতীয়ম মিচেল স্টার্ক (Mitchell Starc), অজি নক্ষত্র ৫ উইকেট নিয়ে ফের বুঝিয়ে দিলেন যে, স্টার্ক একজনই হয়। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন স্টার্ক! মরসুমের শুরুতে জ্বলে উঠতে না পারায়, বিশ্ববন্দিত…