স্টোকসদের লড়াই ব্যর্থ করে নেসের, স্টার্কের সুবাদে দ্বিতীয় অ্যাশেজ টেস্টও জিতল অস্ট্রেলিয়া
ব্রিসবেন: তৃতীয় দিনের খেলাশেষেই দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে গিয়েছিল। ম্যাচের চতুর্থ দিনে বেন স্টোকস এবং উইল জ্যাকস বেশ ভাল লড়াইটা করে ইংরেজদের মনে খানিকটা আশা জাগিয়েছিলেন। তবে আদপে তাতে লাভের লাভ কিছুই হল না। প্রথম টেস্টের মতো সিরিজ়ের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (The Ashes 2025-26) পরাজিত হল ইংল্যান্ড। পাঁচ ম্য়াচের সিরিজ়ে ২-০ এগিয়ে পুনরায় অ্যাশেজ দখলের পথে আরও একধাপ এগিয়ে গেলেন স্টিভ স্মিথরা। অজ়িদের হয়ে জয়ের নায়ক মিচেল স্টার্ক (Mitchell Starc) ও মাইকেল নেসের (Michael Neser)। তৃতীয় দিনের খেলাশেষে…





