IND vs ENG: ‘পাওয়ার প্লে-তে ও দুর্দান্ত বোলিং করেছে’, হেরেও বুমরাহে মুগ্ধ বাটলার

IND vs ENG: ‘পাওয়ার প্লে-তে ও দুর্দান্ত বোলিং করেছে’, হেরেও বুমরাহে মুগ্ধ বাটলার

মঙ্গলবার জসপ্রীত বুমরাহের তাণ্ডব দেখেছে ওভাল। আর ভারতের তারকা পেসারের বিধ্বংসী মেজাজের কাছে একেবারে খড়কুটোর মতোই উড়ে গিয়েছে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ২৫.২ ওভারে মাত্র ১১০ রানে গুটিয়ে গিয়েছে ব্রিটিশ ব্যাটিং লাইন আপ। এই ম্যাচ ভারত হাসতে হাসতে ১০ উইকেটে জিতে নেয়। বুমরাহ ৭.২ ওভার বল করে ১৯ রান দিয়ে একাই ৬ উইকেট তুলে নেন।

বাজে ভাবে ম্যাচ হেরে ব্রিটিশ অধিনায়ক জোস বাটলার হতাশ হলেও, বুমরাহের প্রশংসা করতে ভোলেননি। বাটলার বলেছেন, ‘টি-টোয়েন্টি এবং পাওয়ারপ্লে-তে ওরা দুর্দান্ত বোলিং করেছে… (বুমরাহ) একজন দুর্দান্ত বোলার। ও এ দিনও দুর্দান্ত বোলিং করেছেন।’ সঙ্গে নিজেদের বোলার উদ্দেশ্যে বলেছেন, ‘যখন আপনাকে উইকেট নিতে বাধ্য করা হয়, তখন সেই কাজটি করা কখনও-ই সহজ হয় না… আমাদের বোলারদের উইকেট নেওয়ার চেষ্টা করার জন্য ঝুঁকি নিতে বলব আমি।’

তবে প্রথম ম্যাচে নাস্তানাবুদ হলেও ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রিটিশরা। বাটলার বলেওছেন, ‘সত্যিই খুব কঠিন দিন ছিল… কিন্তু লর্ডসে খেলার জন্য আমাদের দ্রুত নিজেদের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে হবে।’

মঙ্গলবার টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। প্রথম ব্যাট করতে নেমে একেবারে ল্যাজেগোবরে হতে হয়েছে ব্রিটিশদের। ১১০ রানে ইংল্যান্ডকে আউট করতে প্রধান ভূমিকা নিয়েছেন বুমরাহ। আর তাঁকে যোগ্য সঙ্গত করেছেন মহম্মদ শামি (৩ উইকেট)। এ ছাড়া প্রসিধ কৃষ্ণও ১ উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান প্রথম উইকেটেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ১৮.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১৪ রান করে ফেলে রোহিত ব্রিগেড। ভারত অধিনায়ক ৫৮ বলে অপরাজিত ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। ধাওয়ান ৫৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।