মহুয়ার মন্তব্যে আপত্তি জানাতে সাধকদের নিয়ে রাজ্যপালের কাছে গেলেন শুভেন্দু

মহুয়ার মন্তব্যে আপত্তি জানাতে সাধকদের নিয়ে রাজ্যপালের কাছে গেলেন শুভেন্দু

কালীর সাধনপদ্ধতি নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের মন্তব্যে ব্যথিত ও ক্ষুব্ধ সাধককূল। নিজেদের ক্ষোভের কথা জানাতে মঙ্গলবার বিকেলে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন কালীসাধকরা। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে তাঁদের অনুরোধ অনভিপ্রেত এই ধরণের মন্তব্য থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরত থাকতে যেন অনুরোধ করেন তিনি।

এদিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ রাজভবনে পৌঁছন সাধকদের প্রতিনিধিদল। তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কালী প্রতিমার ছবি হাতে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি। রাজভবনের প্রবেশপথে সাধকদের সঙ্গে কথা বলেন তিনি। সাধকরা মেছেদা শঙ্খনাদ মন্দিরের সঙ্গে যুক্ত বলে টুইটে জানিয়েছেন রাজ্যপাল।

এই ঘটনা নিয়ে তৃণমূলের এক মুখপাত্র জানিয়েছেন, ‘সাধকদের ভুল বুঝিয়ে রাজভবনে নিয়ে যাওয়া হয়েছে। রাজভবন এখন রাজনীতির আখড়া হয়ে উঠেছে।’

(Source: hindustantimes.com)