Rishabh Pant | IPL 2024: ১৪ মাস যুদ্ধের পর জয়ী ঋষভ, সিলমোহর বিসিসিআইয়ের, তবে ছিটকে গেলেন জোড়া মহাতারকা

Rishabh Pant | IPL 2024: ১৪ মাস যুদ্ধের পর জয়ী ঋষভ, সিলমোহর বিসিসিআইয়ের, তবে ছিটকে গেলেন জোড়া মহাতারকা

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর ঠিক ১০ দিন। আর তারপরেই শুরু সপ্তদশ আইপিএল (IPL 2024)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগের আগেই বিরাট সুখবর দিল বিসিসিআই (BCCI)। যা ভারতীয় ক্রিকেট অনুরাগীদের সঙ্গেই মন ভালো করে দিল দিল্লি ক্য়াপিটালসেরও (Delhi Capitals)। ১৪ মাস যুদ্ধের পর জয়ী ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি এখন ফিট। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরাট ঘোষণায় ঋষভের আইপিএল প্রত্য়াবর্তনের অনিশ্চয়তার মেঘ একেবারে কেটে গেল। যা চব্বিশ ঘণ্টা আগেও ছিল। তবে এই সুখবরের সঙ্গেই জোড়া আঘাতও দিয়েছে বিসিসিআই। এবার আইপিএল খেলা হচ্ছে না মহম্মদ শামির (Mohd Shami)। গতবার যিনি আইপিএলের সর্বাধিক উইকেট শিকারি ছিলেন। জাতীয় দলের নক্ষত্রকে পাচ্ছে না গুজরাত টাইটান্স (Gujrat Titans)। অন্য়দিকে আরও এক জাতীয় দলের পেসারের খেলা হবে না ক্রোড়পতি লিগ। তিনি প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna)।  এই নিয়ে টানা দুই মরসুম রাজস্থান রয়্য়ালস (Rajasthan Royals) পাচ্ছে না প্রসিধকে।

বিসিসিআই-এর সমাজমাধ্য়মে পোস্ট করা মেডিক্য়াল আপডেটে যা বলা হল:

ঋষভ পন্থ: ২০২২ সালের ৩০ ডিসেম্বর, উত্তরাখণ্ডের রুরকির কাছে ভয়ংকর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ঋষভ পন্থ। যা তাঁর জীবন সংশয়ের কারণ হয়ে গিয়েছিল। দীর্ঘ ১৪ মাসের টানা রিহ্য়াবের পর, ঋষভকে উইকেটকিপার-ব্য়াটার হিসেবে আইপিএল খেলার জন্য় ফিট ঘোষণা করা হল।

প্রসিধ কৃষ্ণা: চলতি বছর গত ২৩ ফেব্রুয়ারি ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণার অস্ত্রোপচার হয়। ওর বাঁ পায়ের কোয়ড্রিসেপস টেন্ডনে। বিসিসিআই-এর মেডিক্য়াল টিমের পর্যবেক্ষণে রয়েছে প্রসিধ। দ্রুত ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্য়াব শুরু করবে। আসন্ন আইপিএলে ওঁর পক্ষে অংশগ্রহণ সম্ভব নয়।

মহম্মদ শামি: চলতি বছর গত ২৬ ফেব্রুয়ারি ফাস্ট বোলার মহম্মদ শামি অস্ত্রোপচার হয়। ডান পায়ের গোড়ালিতে সমস্য়া হয়েছিল ওর। বিসিসিআই-এর মেডিক্য়াল টিমের পর্যবেক্ষণে রয়েছে শামি। আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন শামি।

গতবছর ডিসেম্বরের পর থেকে ঋষভ আর কোনও প্রতিযোগিতামূলক ম্য়াচ খেলেননি। ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় বরাত জোরে তিনি বেঁচে গিয়েছেন। দীর্ঘ রিহ্য়াবের পর ঋষভ এখন স্বাভাবিক জীবনে ফিরেছেন ঠিকই। তবে রিহ্য়াব তাঁর চলছেই। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতীয় দলের এক নম্বর উইকেটকিপার-ব্য়াটার। জিম থেকে শুরু করে প্রস্তুতি ম্য়াচ খেলে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন ঋষভ। এবার দিল্লির হয়ে তাঁর মাঠে নামার অপেক্ষা শুরু।

খেলতে গিয়ে বাঁ-গোড়ালিতে ভয়ংকর চোট পেয়েছিলেন শামি। কাজে দেয়নি ইঞ্জেকশনও। বাধ্য হয়ে তাঁকে অস্ত্রোপচার করাতেই হল। গতবছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপে বারবার শিরোনামে উঠে এসেছেন শামি। প্রথম চার ম্যাচ তাঁকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। কিন্তু ৭ ম্যাচে তিনি একাই ২৪ উইকেট তুলে নেন আগুনে পারফরম্যান্সে। হয়েছেন বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারিও। শামি মারাত্মক লাইন-লেন্থ-সুইং বিপক্ষের কাছে ছিল ত্রাসের বিজ্ঞাপন। বিশ্বকাপের পর থেকে শামি আর কোনও রকমেরই প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। গোড়ালির চোটই ভুগিয়েছে তাঁকে। তবে কাপযুদ্ধে দুরন্ত বোলিংয়ের জন্য় তিনি ভূষিত হয়েছেন অর্জুন পুরস্কারে। শামির পক্ষে টি-২০ বিশ্বকাপ খেলাও সম্ভব হবে না বলেই মত বিশেষজ্ঞ মহলের একাংশের।

(Feed Source: zeenews.com)