Rishabh Pant | IPL 2024: ১৪ মাস যুদ্ধের পর জয়ী ঋষভ, সিলমোহর বিসিসিআইয়ের, তবে ছিটকে গেলেন জোড়া মহাতারকা
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর ঠিক ১০ দিন। আর তারপরেই শুরু সপ্তদশ আইপিএল (IPL 2024)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগের আগেই বিরাট সুখবর দিল বিসিসিআই (BCCI)। যা ভারতীয় ক্রিকেট অনুরাগীদের সঙ্গেই মন ভালো করে দিল দিল্লি ক্য়াপিটালসেরও (Delhi Capitals)। ১৪ মাস যুদ্ধের পর জয়ী ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি এখন ফিট। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরাট ঘোষণায় ঋষভের আইপিএল প্রত্য়াবর্তনের অনিশ্চয়তার মেঘ একেবারে কেটে গেল। যা চব্বিশ ঘণ্টা আগেও ছিল। তবে এই সুখবরের সঙ্গেই জোড়া আঘাতও দিয়েছে বিসিসিআই।…