জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল নিলামের (IPL 2023 Auction) জন্য কোচি প্রস্তুত। আগামিকাল অর্থাৎ শুক্রবার ৪০৫ জন ক্রিকেটার উঠবেন নিলামে। এর মধ্যে ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি। ভিন দেশিদের মধ্যে চার ক্রিকেটার অ্যাসোসিয়েট দেশেরও। তবে সবার নজরে ১৫ বছরের কিশোর স্পিনার আল্লাহ মহম্মদ ঘজনফর (Allah Mohammad Ghazanfar)। আফগানিস্তানের ক্রিকেটার নিলামে উঠছে সব চেয়ে কম বয়সি ক্রিকেটার হিসাবে। চলতি বছর বিগ ব্যাশ লিগের (Big Bash League) নিলামেও ছিল তার নাম। তবে শেষ পর্যন্ত কোনও দল পায়নি ঘজনাফর। মনে করা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশের তিনি পরবর্তী মুজিব জরদন (Mujeeb Zadran)। যিনি ফিঙ্গার স্পিনার হিসাবে ইতিমধ্যে জনপ্রিয়। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে মুজিব নিজের ছাপ রেখেছেন।
নিলামে ঘজনাফরের বেস প্রাইজ এখন ২০ লক্ষ টাকা। তাঁর আইডল ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে ঘজনাফর বলেছেন, ‘অশ্বিন ভারতের একজন চ্যাম্পিয়ন স্পিনার। ওঁর বোলিংয়ের বৈচিত্র্য আমার পছন্দের। আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে ঘজনাফর। ঘজনাফরের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। সাধারণত এত লম্বা স্পিনার দেখা যায় না। যদিও ঘজনাফর স্পিনার হিসাবে খেলা শুরু করেননি। প্রাক্তন আফগান অধিনায়ক দওলাত আহমাদজাই তাঁকে বদলে দিয়েছেন পেসার থেকে স্পিনারে। ঘজনাফর বলছেন, ‘টেনিস বলে খেলা শুরু করেছিলাম। পাড়ায় খেলতাম। কিন্তু কোচের পরামর্শে আমি স্পিন বোলিং শুরু করি। ধীরে ধীরে অ্যাকশন উন্নত করি। এরপর আর পিছন ফিরে তাকাইনি।’
চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স , মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর , সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স নিলাম যুদ্ধে দল গুছিয়ে নেবে। এখন দেখার কিশোর ঘজনাফরকে কোন ফ্র্যাঞ্চাইজি নেয়। নাকি আইপিএলেও তার বিবিএলের মতো পরিণতি হয়। তার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা। ‘মিস্টার আইপিএল’ সুরেশ রায়না বাজি ধরেছেন ঘজনাফরের জন্য। রায়না এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আল্লাহ মহম্মদের দিকে নজর থাকবে। ৬ ফুট ২ ইঞ্চির ১৫ বছেরর অফ স্পিনার। সিংহ হৃদয়ের ক্রিকেটার। প্রচুর প্রতিভা কিন্তু আফগানিস্তান থেকে উঠে আসছে।’
এক বছরে ফের দু’বার নিলাম আইপিএলে। এর আগে ২০১৮ সালে এক বছরে দু’বার বসেছিল খেলোয়াড় কেনাবেচার আসর। ২০১৮ সালের জানুয়ারি মাসে আইপিএলের ইলেভেনের জন্য বিসিসিআই মেগা নিলাম করেছিল। সেবছরই ডিসেম্বরে মিনি নিলাম হয়েছিল আইপিএল ২০১৯-এর জন্য। চলতি বছর ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসেছিল আইপিএলের মেগা নিলাম।
(Feed Source: zeenews.com)