IPL 2023 Auction: আলোড়ন ফেলে দিয়েছে ১৫ বছরের ক্রিকেটার! কে এই আল্লাহ মহম্মদ? খোদ রায়না ধরেছেন বাজি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল নিলামের (IPL 2023 Auction) জন্য কোচি প্রস্তুত। আগামিকাল অর্থাৎ শুক্রবার ৪০৫ জন ক্রিকেটার উঠবেন নিলামে। এর মধ্যে ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি। ভিন দেশিদের মধ্যে চার ক্রিকেটার অ্যাসোসিয়েট দেশেরও। তবে সবার নজরে ১৫ বছরের কিশোর স্পিনার আল্লাহ মহম্মদ ঘজনফর (Allah Mohammad Ghazanfar)। আফগানিস্তানের ক্রিকেটার নিলামে উঠছে সব চেয়ে কম বয়সি ক্রিকেটার হিসাবে। চলতি বছর বিগ ব্যাশ লিগের (Big Bash League) নিলামেও ছিল তার নাম। তবে শেষ পর্যন্ত কোনও দল পায়নি ঘজনাফর।…