করোনা নিয়ে বাড়ছে আতঙ্ক, কর্নাটকে ঘরের মধ্যেও মাস্ক পরতে হবে, নির্দেশ প্রশাসনের

করোনা নিয়ে বাড়ছে আতঙ্ক, কর্নাটকে ঘরের মধ্যেও মাস্ক পরতে হবে, নির্দেশ প্রশাসনের

#বেঙ্গালুরু: করোনা নিয়ে অতিসতর্ক থাকতে শুরু করেছে প্রশাসন৷ কেন্দ্রীয় সরকার মারফত একাধিক নির্দেশনামা দেওয়ার পরে নতুন করে বেশ কিছু নির্দেশ দিয়েছে কর্নাটক প্রশাসন৷ সেখানে বলা হয়েছে, ছাদের তলায় কোনও স্থানে অর্থাৎ ইনডোরেও মাস্ক পরে থাকতে হবে৷ পাশাপাশি বলা হয়েছে, শরীরে ইলফ্লুয়েঞ্জা জাতীয় কোনও রোগ হলেই টেস্ট করাতে হবে করোনার৷

কর্নাটক প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, চার দেওয়ালের মধ্যে ও শীতাতপ নিয়ন্ত্রিত এলাকাগুলিতে সকলকেই মাস্ক পরে থাকতে হবে৷ কর্নাটকে যে সমস্ত বিদেশ থেকে যাত্রীরা আসছেন, তাঁদের মধ্যে থেকে কিছুকিছু যাত্রীকে করোনার পরীক্ষা করতে হবে৷ এই পরীক্ষার পরিমাণ দুই শতাংশ যাত্রী৷ কেন্দ্রের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে৷

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর সাংবাদিকদের বলেছেন, ‘‘চার দেওয়ালের মধ্যে মাস্ক পরার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে কর্নাটক সরকারের পক্ষ থেকে৷ সমস্ত বদ্ধ জায়গাতেই মাস্ক পরে থাকতে হবে৷ এ ছাড়াও করোনা পরীক্ষার বিষয়েও জোর দেওয়া হচ্ছে৷’’ এর আগে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সঙ্গে একটি আলোচনায় বসেছিল সে রাজ্যের স্বাস্থ্য দফতর৷ তার পরেই সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সুধাকর৷

ইতিমধ্যে করোনা চিকিৎসার বিষয়েও প্রস্তুতি শুরু করে দিয়েছেন কর্নাটক সরকার৷ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলির মধ্যে নির্দিষ্ট যোগ স্থাপন করে কোভিড বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ সম্প্রতি চিনে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ৷ সেই কারণে আগেভাগেই সতর্ক থাকতে চাইছে প্রশাসন৷

(Feed Source: news18.com)