এটা মুম্বই ইন্ডিয়ান্স নয়, পাক ক্রিকেটারের টিটকিরিতে তেতে গিয়েছিলেন তিলক, ব্যাটেই জবাব
দুবাই: লড়াই যখন পাকিস্তানের সঙ্গে, তখন শুধু পারদর্শিতার যুদ্ধ নয়, দ্বৈরথ যে হবে স্নায়ুরও, মনস্তাত্ত্বিক লড়াই হবে, বলার অপেক্ষা রাখে না। তিলক বর্মা (Tilak Verma) যা উপলব্ধি করলেন। দুবাইয়ে রবিবার এশিয়া কাপের ফাইনালে তাঁর ব্যাটেই পাকিস্তান অন্ধকারে ডুবেছে। এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর তিলক। যদিও পাক বোলারদের গোলাগুলি ছাড়াও তীব্র স্লেজিংও সহ্য করতে হয়েছে বলে জানালেন তিলক। ম্যাচের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিলক বলেছেন, ‘আমি চেয়েছিলাম আমার ব্যাট আমার হয়ে কথা বলুক। ওরা অনেক কথা…








