Indian Cricketers Salary: বিরাট অঙ্কেরই বেতন, এবার টেস্ট খেললেই উপরি! রোহিতদের সোনায়-সোহাগা

Indian Cricketers Salary: বিরাট অঙ্কেরই বেতন, এবার টেস্ট খেললেই উপরি! রোহিতদের সোনায়-সোহাগা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে আলোচনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি (BCCI Central Contracts)। কয়েক ঘণ্টা আগেই বিসিসিআই তাদের সিনিয়র পুরুষ দলের বার্ষিক প্লেয়ার রিটেইনারশিপের (২০২৩-২৪) তালিকা ঘোষণা করেছে। ৩০ জন ক্রিকেটারকে চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma and Co) সারা বছর বিরাট অঙ্কেরই বেতন পাবেন। টাকার গদিতেই ক্রিকেটারদের রেখেছে বোর্ড। শোনা যাচ্ছে যে, এবার টেস্ট খেললেই নাকি মিলবে উপরি! একেবারে সোনায়-সোহাগা। এই প্রতিবেদনে রইল ভারতীয় ক্রিকেট বোর্ডের বেতনের পরিকাঠামো। জেনে নিন কারা কত টাকা করে পাবেন বছরে!

আগে দেখে নিন বিসিসিআই-এর (সিনিয়র পুরুষ) বার্ষিক প্লেয়ার রিটেইনারশিপের (২০২৩-২৪) তালিকা

গ্রেড এ প্লাসে রয়েছেন: রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা

(গ্রেড এ প্লাসে থাকা ৪ ক্রিকেটার বছরে ৭ কোটি টাকা করে পাবেন)

গ্রেড এ-তে রয়েছেন: আর অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমন গিল ও হার্দিক পাণ্ডিয়া

(গ্রেড এ-তে থাকা ৬ ক্রিকেটার বছরে ৫ কোটি টাকা করে পাবেন)

গ্রেড বি-তে রয়েছেন: সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্য়াটেল ও যশস্বী জয়সওয়াল

(গ্রেড বি-তে থাকা ৬ ক্রিকেটার বছরে ৩ কোটি টাকা করে পাবেন)

গ্রেড সি-তে রয়েছেন: রিঙ্কু সিং, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্য়ামসন, আকাশদীপ সিং, কেএস ভারত, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান ও রজত পতিদার

(গ্রেড সি-তে থাকা ১৫ জন ক্রিকেটাররা বছরে ১ কোটি টাকা করে পাবেন)

বর্তমানে ভারতীয় ক্রিকেটাররা টেস্ট ও ওয়ানডে খেলার জন্য় যথাক্রমে ১৫ লক্ষ ও ৬ লক্ষ টাকা করে পান। একটি টি২০আই ম্য়াচ খেলার জন্য় বোর্ড দেয় ৩ লক্ষ টাকা। জানা যাচ্ছে যে ক্রিকেটার সারা বছর টেস্ট খেলবেন, তাঁকে বিসিসিআই দেবে অতিরিক্ত নগদ বোনাস দেবে। মানে টেস্ট খেললেই উপরি!

অন্য়দিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম ৩টি টেস্ট/ ৮টি ওডিআই/১০টি টি২০আই খেলা ক্রিকেটাররা প্রো-রাটা ভিত্তিতে গ্রেড সি-তে চলে আসবেন। উদাহরণস্বরূপ, ধ্রুব জুরেল এবং সরফরাজ খান, এখনও পর্যন্ত ২টি টেস্ট ম্যাচ খেলেছেন, তাঁরা যদি ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পঞ্চম তমা শেষ টেস্টে অংশ নেন, তাহলে তাঁদের গ্রেড সি-তে অন্তর্ভুক্ত করা হবে।

পাঁচ জোরে বোলার- আকাশ দীপ, বিজয়কুমার বৈশক, উমরান মালিক, যশ দয়াল ও  বিদ্বাথ কাভেরাপ্পার নাম, কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য় প্রস্তাবিত করেছে অজিত আগরকরের নির্বাচক কমিটি।

(Feed Source: zeenews.com)