আইপিএল ২০২৬-এ কেকেআরের নতুন অধিনায়ক হচ্ছেন কেএল রাহুল? স্যামসনের সঙ্গে কার ট্রেড করবে রাজস্থান?
নয়াদিল্লি: আইপিএলের নিলামের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে ট্রেড উইন্ডো খোলা। সেই উইন্ডোতে বিরাট বিরাট নামের দলবদলের খবর বহুদিন আগে থেকেই শোনা যাচ্ছে। এবার যেন সেই জল্পনার আগুনে আরও হাওয়া লাগল। সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালসের দল বদলের খবর বহুদিনের। চেন্নাই সুপার কিংস থেকে কলকাতা নাইট রাইডার্স (kolkata knight riders), বিভিন্ন দলের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তবে শেষমেশ দিল্লি ক্যাপিটালসেই তাঁর যাওয়ার জল্পনা ক্রমে জোরাল হচ্ছে। TOI-র রিপোর্ট অনুযায়ী সঞ্জু স্যামসনের সঙ্গে ট্রেডে ট্রিস্টান স্টাবসের অদলবদল করতে আগ্রহী…










