WATCH: সার্চ হিস্ট্রিতে চরম ‘নোংরামি’, এবার ভরা মাঠে প্রকাশ্যেই অভব্যতা! অসমের আইপিএল তারকা…
জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলের (IPL 2025), ১১ নম্বর ম্যাচে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস-চেন্নাই সুপার কিংস (Rajasthan Royals vs Chennai Super Kings)। শেষ ওভারের রুদ্ধশ্বাস থ্রিলারে ৬ রানে জিতে যায় রাজস্থান। ভাইরাল হয়েছেন রাজস্থানের অস্থায়ী অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)! নেটপাড়া চরম অভব্যতার অভিযোগ এনেছে অসমের আইপিএল তারকার বিরুদ্ধে। আর খেলার পরে ভরা মাঠে, প্রকাশ্যে রিয়ান যে কাণ্ড ঘটিয়েছেন, তা নিয়ে বিস্তর চর্চা চলছে। অসমের ঘরের নায়ক রিয়ান। তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার জানিয়ে…



