কলকাতা: জয়পুরে চেন্নাই সুপার কিংসকে (CSK) ৩২ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস (RR)। আরসিবিকে হারিয়ে কলকাতায় ফিরলেন নাইটরা। আইপিএলের সেরা পাঁচ খবর এক ঝলকে।
রাজস্থানের জয়
প্রথমে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দাপটে রানের পাহাড়। তারপর বোলারদের আগাগোড়া দাপট। চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ৩২ রানের বড় ব্যবধানে পর্যুদস্ত করল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অ্যাডাম জাম্পা (৩ / ২২) ও রবিচন্দ্রন অশ্বিন (২ / ৩৫) স্পিনজুটি সিএসকে শিবিরের ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। প্রথমে চিপকে গিয়ে অ্যাওয়ে ম্যাচে তারপর জয়পুরে ঘরের মাঠে, গ্রুপপর্বের জোড়া লড়াইতেই সিএসকে-কে টেক্কা দিল রাজস্থান রয়্যালস। পাশপাশি গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ব্যবধানে জিতে রান রেটের ভিত্তিতে ফের একবার পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেলেন সঞ্জু স্যামসনরা।
প্লে অফের অঙ্ক
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) তাদের ডেরায় গিয়ে হারিয়ে শহরে ফিরছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা চার ম্যাচে পরাজয়ের পর জয়ের সরণিতে ফিরেছেন শাহরুখ খান-জুহি চাওলার যোদ্ধারা। এখনও কি প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে নাইটদের?
প্লে অফে জায়গা পাওয়ার জন্য ১৬ পয়েন্টকে ম্যাজিক ফিগার ধরা হয়। ১৬ পয়েন্ট পেলে মোটামুটিভাবে প্রথম চার দলের মধ্যে জায়গা করে নেওয়া যায়। আইপিএলের ইতিহাসে অবশ্য ব্যতিক্রমও রয়েছে। দুই দলের পয়েন্ট সমান হলে মহার্ঘ ভূমিকা পালন করবে নেট রান রেট।
কেকেআরের বাকি রয়েছে আর ৬টি ম্যাচ। যার মধ্যে ৪টি ম্যাচ রয়েছে ঘরের মাঠে। গুজরাত টাইটান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে কেকেআর। ম্যাজিক ফিগার ১৬তে পৌঁছতে বাকি ৬ ম্যাচের মধ্যে ৫টিতে জিততে হবে কেকেআরকে। কাজটি কঠিন। কিন্তু অসম্ভব নয়।
আত্মবিশ্বাসী জেসন
তিনি দলে অন্তর্ভুক্ত হওয়ার পর যেন কলকাতা নাইট রসাইডার্সের টপ অর্ডারে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। ইডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। তবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে লক্ষ্যপূরণ হয়েছে জেসন রয়ের। ইনিংস ওপেন করে ঝোড়ো হাফসেঞ্চুরি করেছেন ইংরেজ তারকা। তাঁর জন্যই টানা ৪ হারের পর জয়ের সরণিতে ফিরেছে কেকেআর।
পরপর চার হারের পর কী করে ঘুরে দাঁড়ালেন? কেকেআরের ওয়েবসাইটে জেসন রয় বলেছেন, ‘কিছুই নতুনত্ব করিনি। যে পদ্ধতি অবলম্বন করছিলাম, সেটা আঁকড়ে ধরেই সফল হয়েছি। আমরা স্বাধীনভাবে খেলেছি। কারণ জানতাম, আমাদের হারানোর কিছু নেই।’
কোহলির তোপ
ইডেন গার্ডেন্সে হারের পর ঘরের মাঠে কেকেআরকে (RCB vs KKR) হারিয়ে বদলা নেওয়ার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) সামনে। কিন্তু কোহলি বাহিনী তা করতে ব্যর্থ হয়। ২১ রানে নাইটদের বিরুদ্ধে পরাজিত হয় আরসিবি। ম্যাচ হেরে দলের ফিল্ডিং নিয়ে সমালোচনায় মুখর বিরাট কোহলি (Virat Kohli)।
আরও পড়ুন: স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?
আরসিবি অধিনায়ক ম্যাচ শেষে বলেন, ‘সত্যি বলতে আমরা ওদেরকে জয়টা উপহার দিয়েছি। আমাদের এই ম্যাচ হারাই উচিত ছিল। পেশাদারের মতো তো খেলতেই পারিনি। বোলিংটা ভাল হলেও, আমরা ফিল্ডিংটা খুবই খারাপ করেছি। সহজ দুইটো ক্যাচ ফেলায় ওরা আরও ২৫-৩০ বাড়তি করার সুযোদ পায়। ব্যাটিংয়ের শুরুটাও ভালভাবে করেছিলাম বটে, কিন্তু তারপরে চার-পাঁচখানা খারাপ শট খেলে সহজেই উইকেট হারাই। যে বলগুলিতে উইকেট হারাই, সেগুলো তো উইকেট হারানোর মতো বলই ছিল না।’
শাস্তি কেকেআর তারকার
দুরন্ত ছন্দে দেখানো রয় আউট হয়ে চূড়ান্ত হতাশায় উইকেটের বেলে আঘাত করেন। আইপিএল টুর্নামেন্টের আচরণবিধি ভাঙার কারণেই বিসিসিআইয়ের তরফে তাঁকে জরিমানা করা হল। আইপিএলের তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘আইপিএলের আচরণবিধির আর্টিকেল ২.২ অন্তর্গত লেভেল ১ বিধি ভঙ্গ করার কথা রয় স্বীকার করে নিয়েছেন।’ এই বিবৃতিতে আরও জানানো হয়, লেভেল ১ বিধিভঙ্গের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হিসাবে ধরা হয়। এই ভুলের জন্যই রয়ের ম্যাচ থেকে প্রাপ্ত বেতনের ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
(Feed Source: abplive.com)