‘RCB আইপিএল না জিতলে স্কুলে ভরতি হব না’, ভাইরাল খুদের পোস্টার, চিন্তিত নেটপাড়া!

‘RCB আইপিএল না জিতলে স্কুলে ভরতি হব না’, ভাইরাল খুদের পোস্টার, চিন্তিত নেটপাড়া!

‘যতদিন রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) আইপিএল জিতবে না, ততদিন স্কুলে ভরতি হব না।’ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচের মধ্যে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এক খুদে আরসিবি সমর্থকের সেই পোস্টার। যা দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। অনেকে তো আবার মজা করে খুদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার আরসিবিকে টিপ্পনি কেটে বলেছেন যে ‘ভাগ্যিস ২০০৮ সালের ছবি নয় এটা।’

বুধবার চিন্নস্বামী স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে নেমেছিল আরসিবি। ‘হোম ম্যাচ’ হওয়ায় পুরো লাল-কালোয় ভরে ওঠে চিন্নস্বামী স্টেডিয়াম। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই খুদের পোস্টার ভাইরাল হয়ে যায়। ওই ছবিটি বুধবারের ম্যাচেরই কিনা, তা স্পষ্ট নয়। তবে খুদের জার্সিতে যে স্পনসরের নাম লেখা আছে, তা এবারই আরসিবির সঙ্গে হাত মিলিয়েছে। তাই বুধবারের ম্যাচের ছবি না হলেও নেটপাড়ার ধারণা, এবারের আইপিএলের কোনও ম্যাচেই সেই পোস্টার নিয়ে চিন্নস্বামীতে এসেছিল ওই খুদে।

তারইমধ্যে ওই পোস্টার দেখে হাসি থামাতে পারেননি নেটিজেনরা। খুদের পোস্টার দেখে তাঁরা আরসিবিকে টিপ্পনি কাটতে থাকেন। সুপারহিট বলিউড সিনেমা ‘হেরাফেরি’-র ‘বাবু ভাইয়া’-র চরিত্রের সংলাপের অনুকরণে এক নেটিজন বলেন, ‘এটার মানে তোর স্কুলে যাওয়ার কোনও ইচ্ছাই নেই।’ একজন বলেন, ‘বেচারা আর পড়াশোনা করতে পারবে না।’ একজন আবার বলেন, ‘রোজ সকালে ছুটকো অজুহাতের পরিবর্তে স্কুলে না যাওয়ার থেকে এটা ভালো উপায়।’ একইসুরে একজন বলেন, ‘এবার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়েও ছেলেখেলা করছে আরসিবি।’

নেটপাড়ার সেই কটাক্ষের মধ্যেই বুধবার কেকেআরের বিরুদ্ধে ২১ রানে হেরে গিয়েছে আরসিবি। যে ম্যাচে একাধিক ক্যাচ ফস্কেছেন বিরাট কোহলিরা। যে বলগুলি মারার ছিল, সেগুলিতে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন। তাও চিন্নস্বামীর বাউন্ডারি একেবারেই ছোটো। সেই পরিস্থিতিতে আরসিবিকে টিপ্পনির পরিমাণ আরও বেড়েছে। এক নেটিজেন বলেন, ‘বেচারা জানেও না যে কী পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।’ একজন বলেন, ‘ওর জন্য খারাপ লাগছে। ও আর কোনওদিন স্কুলে ভরতি হতে পারবে না।’

উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে একবারও আইপিএল জিততে পারেনি আরসিবি। ২০০৯ সালে আইপিএলের ফাইনালে উঠেছিলেন বিরাট কোহলি, অনিল কুম্বলেরা। কিন্তু তৎকালীন ডেকান চার্জার্সের কাছে হেরে গিয়েছিল। ২০১৬ সালের ফাইনালেও একই পরিণতি হয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গিয়েছিল আরসিবি। শেষ কয়েকটি মরশুমে ভালো খেললেও সেই চূড়ান্ত জিনিসটা হাতে আসেনি। তারপরও অবশ্য আরসিবি সমর্থকরা হাল ছাড়েননি। তাঁরা দলের জন্য গলা ফাটিয়ে যাচ্ছেন। তবে বুধবার রাতে বিরাটদের পারফরম্যান্স দেখে নিশ্চিতভাবে হতাশ হবেন আরসিবি সমর্থকরা।

(Feed Source: hindustantimes.com)