বিশেষ একটি দক্ষতার জন্য পৃথ্বীকে ‘সুপারস্টার’ তকমা দিলেন নর্দাম্পটন কোচ
সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি করে একার হাতে একের পর এক ম্যাচ জেতানো ক্রিকেটারকে নিয়ে উচ্ছ্বসিত হবেন যে কোনও কোচই। ব্যতিক্রমী নন জন স্যাডলার। চলতি ওয়ান ডে কাপে পথ্বী শ-র তাণ্ডব দেখে যারপরনাই উচ্ছ্বসিত নর্দাম্পটনশায়ারের কোচ। ভারতীয় তারকার পারফর্ম্যান্সে তিনি এতটাই খুশি যে, পৃথ্বীকে সরাসরি সুপারস্টার তকমা দিতেও কুণ্ঠোবোধ করেননি স্যাডলার। আরও একটু এগিয়ে নর্দাম্পটন কোচ দাবি করেন যে, তাঁর ২৫ বছরের ক্রিকেট জীবনে দেখা অন্যতম সেরা প্রতিভা হলেন পৃথ্বী শ। গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ওয়ান ডে কাপের প্রথম ম্যাচে পৃথ্বী ২টি চার ও…