‘এবার অবসর নাও’, WTC ফাইনালে ব্যর্থ হতেই পূজারার জুটল কাউন্টি স্পেশালিস্টের তকমা

‘এবার অবসর নাও’, WTC ফাইনালে ব্যর্থ হতেই পূজারার জুটল কাউন্টি স্পেশালিস্টের তকমা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের পিচ ও পরিস্থিতিতে সব থেকে বেশি অনুশীলন করেছেন চেতেশ্বর পূজারা। সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেছেন চেতেশ্বর। কাউন্টিতে ব্যাট হাতে মাঠে নামলে সেঞ্চুরির আগে থামানো মুশকিল পূজারাকে।

স্বাভাবিকভাবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পূজারাকে নিয়ে আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় সমর্থকরা। পূজারা এ যাত্রায় ভারতকে কঠিন পরীক্ষায় উতরে দেবেন বলে বিশ্বাস ছিল সবার। বাস্তবে তেমনটা হয়নি মোটেও। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডব্লিউটিসি ফাইনালের প্রথম ইনিংসে ১৪ রান করে আউট হন পূজারা। দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর করেন ২৭ রান।

প্রথম ইনিংসে ক্যামেরন গ্রিনের ইনসুইং বলে ভুল জাজমেন্ট দিয়ে বোল্ড হন পূজারা। দ্বিতীয় ইনিংসে আরও বড় ভুল করে বসেন তিনি। কামিন্সের বাউন্সার বলে টি-২০ ক্রিকেটের মতো ব়্যাম্প শট খেলতে গিয়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা দেন চেতেশ্বর।

দ্বিতীয় ইনিংসে কামিন্সের বাউন্সারে বল মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। অনায়াসে ছেড়ে দিতে পারতেন পূজারা। তবে তিনি উইকেটকিপারের মাথার উপর দিয়ে বল বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করেন। টেস্ট ক্রিকেটে ব্যাট করতে নামলে সূর্যকুমার যাদবও এমন শট খেলার আগে দু’বার ভাববেন। হঠাৎ করে পূজারার মতো ধৈর্যশীল ব্যাটসম্যান কেন এমন শট খেলতে গেলেন, সেটাই বুঝে উঠতে পারছেন না বিশেষজ্ঞরা।

চেতেশ্বর এমন দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে আউট হওয়ায় খুশি নন ধারাভাষ্যকাররা। রবি শাস্ত্রী থেকে সুনীল গাভাসকর, হরভজন সিং থেকে এস শ্রীসন্ত, প্রত্যেকেই অখুশি পূজারার আউট হওয়ার ধরন দেখে। চেতেশ্বর আউট না হলে চতুর্থ দিনের শেষে ভারত আরও ভালো জায়গায় থাকত সন্দেহ নেই।

শুধু বিশেষজ্ঞরাই নন, পূজারা গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হওয়ায় চটে লাল নেটিজেনদের একাংশ। পূজারাকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক আক্রমণ ধেয়ে আসে। অনেকেই তাঁকে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরামর্শ দেন। কেউ কেউ আবার চেতেশ্বরকে ‘কাউন্টির স্টার’ তকমাও দেন।

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের জন্য ভারতের সামনে ৪৪৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় অস্ট্রেলিয়া। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে টিম ইন্ডিয়া ৩ উইকেটের বিনিময়ে ১৬৪ রান সংগ্রহ করেছে। জিততে শেষ দিনে আরও ২৮০ রান সংগ্রহ করতে হবে ভারতকে। হাতে রয়েছে ৭টি উইকেট।

(Feed Source: hindustantimes.com)