বিশেষ একটি দক্ষতার জন্য পৃথ্বীকে ‘সুপারস্টার’ তকমা দিলেন নর্দাম্পটন কোচ

বিশেষ একটি দক্ষতার জন্য পৃথ্বীকে ‘সুপারস্টার’ তকমা দিলেন নর্দাম্পটন কোচ

সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি করে একার হাতে একের পর এক ম্যাচ জেতানো ক্রিকেটারকে নিয়ে উচ্ছ্বসিত হবেন যে কোনও কোচই। ব্যতিক্রমী নন জন স্যাডলার। চলতি ওয়ান ডে কাপে পথ্বী শ-র তাণ্ডব দেখে যারপরনাই উচ্ছ্বসিত নর্দাম্পটনশায়ারের কোচ। ভারতীয় তারকার পারফর্ম্যান্সে তিনি এতটাই খুশি যে, পৃথ্বীকে সরাসরি সুপারস্টার তকমা দিতেও কুণ্ঠোবোধ করেননি স্যাডলার। আরও একটু এগিয়ে নর্দাম্পটন কোচ দাবি করেন যে, তাঁর ২৫ বছরের ক্রিকেট জীবনে দেখা অন্যতম সেরা প্রতিভা হলেন পৃথ্বী শ।

গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ওয়ান ডে কাপের প্রথম ম্যাচে পৃথ্বী ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৩৪ রান করে আউট হন। সাসেক্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৪টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন তিনি। সামারসেটেরে বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ধ্বংসাত্মক ডাবল সেঞ্চুরি করেন পৃথ্বী। ২৮টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ১৫৩ বলে ২৪৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন ভারতীয় তারকা।

চমক ছিল তার পরেও। কেননা ডারহ্যামের বিরুদ্ধে ঠিক পরের ম্যাচেই ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৬৮টি বলে সেঞ্চুরি করেন পৃথ্বী। শেষমেশ ১৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৭৬ বলে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন ২৩ বছর বয়সী ভারতীয় ওপেনার।

পরপর ২টি ম্যাচে পৃথ্বীর এমন ব্যাটিং তাণ্ডব সম্মোহিত করে তাঁর কাউন্টি ক্লাবের কোচকে। ডারহ্যাম ম্যাচের শেষে তিনি বলেন, ‘পৃথ্বী শ-কে বর্ণনা করার জন্য বিনম্র শব্দটা যথাযথ হবে। ও অত্যন্ত ভদ্র ও বিনীত। দলের সঙ্গে থাকতে পছন্দ করে। ওকে পেয়ে আমরাও খুব খুশি।’

স্যাডলার পরক্ষণেই বলেন, ‘ওর দক্ষতাই বলে দিচ্ছে যে, ও একজন সুপারস্টার। ২৫ বছর খেলাটার সঙ্গে জড়িয়ে রয়েছি, ওর মতো প্রতিভা খুব কম দেখেছি। ওর বল মারার ক্ষমতা সেরাদের থেকে কোনও অংশে কম নয়। ও প্রকৃতই প্রতিটি ম্যাচ জিততে চায় এবং ইতিমধ্যেই ড্রেসিংরুমের স্টার হয়ে উঠেছে।’

উল্লেখ্য, পৃথ্বী শ এখনও পর্যন্ত ভারতের হয়ে ৫টি টেস্ট, ৬টি ওয়ান ডে ও ১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ১টি শতরান ও ২টি অর্ধশতরান-সহ ৪২.৩৭ গড়ে ৩৩৯ রান সংগ্রহ করেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩১.৫০ গড়ে পৃথ্বীর সংগ্রহ ১৮৯ রান। যদিও একমাত্র আন্তর্জাতিক টি-২০ ম্যাচটিতে তিনি ১ বলেই আউট হয়ে যান।

(Feed Source: hindustantimes.com)