নীতীশের প্রতিভায় আস্থা, তারকা অলরাউন্ডারকে ‘গেমটাইম’ দিতে আগ্রহী শুভমন গিলের ভারত
নয়াদিল্লি: রাত পোহালেই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টেস্ট (IND vs WI)। সিরিজ়ে আপাতত ১-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ় পকেটে পুরে নিতে বদ্ধপরিকর হয়েই মাঠে নামবেন শুভমন গিলরা (Shubman Gill)। এই টেস্টে ভারতীয় দলের একাদশ কেমন হবে, সেইদিকে সকলেরই নজর ছিল। সেই ম্যাচে ভারতীয় একাদশ নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) জায়গা পাওয়া নিশ্চিত। ম্যাচের আগের দিন শুভমন গিল জানান নীতীশ কুমার রেড্ডিকে দল সুযোগ দিতে আগ্রহী। গিল বলেন, ‘এই বিষয়ে আমরা আলোচনা করেছি।…






