KL Rahul Retirement: এ কী অবসরের ঘোষণা করলেন কেএল রাহুল! ভারতীয় তারকার পোস্টে ধেয়ে এল প্রলয়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়ার তারকা ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul) দেশের অন্যতম প্রতিভাবান ব্যাটারদেরই একজন। অসাধারণ ব্য়াটিংয়ের পাশাপাশি তাঁর উইকেটকিপিংয়ের দক্ষতাও প্রশ্নাতীত। তাঁকে অনায়াসে উইকেটকিপার-ব্যাটার বলা যেতেই পারে। তবে বিগত কয়েক বছর রাহুল তাঁর চেনা পারফরম্যান্সটাই দিতে পারেননি। এটাও ভীষণই সত্যি। যার ফলে জাতীয় দলের টি-২০ ফরম্য়াটে তাঁর জায়গাও চলে যায়। ভারতীয় ক্রিকেটাররা আপাতত জাতীয় দায়িত্ব থেকে সাময়িক ছুটি পেয়েছেন। এই মুহূর্তে গৌতম গম্ভীরের শিষ্য়রা কোনও আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টও খেলছেন না। সেপ্টেম্বর থেকে ননস্টপ ক্রিকেটে মাতছে টিম। রয়েছে…