ইংল্যান্ডে পাড়ি ময়ঙ্কের, জয় জোকারের, এক ঝলকে দিনের সেরা খেলার খবরগুলো
কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের জন্য ভারতীয় দলে ঢুকে পড়লেন ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। উইম্বলডনে (Wimbledon) জয় পেলেন নোভাক জকোভিচ। অবসরের সম্ভাবনা মর্গ্যানের। দেখে নিন দিনের সেরা খেলার খবরগুলোর এক ঝলক – ইংল্য়ান্ডে গেলেন ময়ঙ্ক রোহিতের করোনা আক্রান্ত হওয়ার পরই ময়ঙ্ক আগরওয়ালকে ডেকে নিল টিম ম্য়ানেজমেন্ট। টেস্টের স্কোয়াডে ঢুকে পড়লেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বার্মিংহ্যাম উড়ে যাওয়ার ছবিও পোস্ট করেছেন তরুণ এই ওপেনার। মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছিলেন শেষবার ময়ঙ্ক। এরপর আর জাতীয় দলে ডাক পাননি। আইপিএলেও খুব ভাল…