ইংল্যান্ডে পাড়ি ময়ঙ্কের, জয় জোকারের, এক ঝলকে দিনের সেরা খেলার খবরগুলো

ইংল্যান্ডে পাড়ি ময়ঙ্কের, জয় জোকারের, এক ঝলকে দিনের সেরা খেলার খবরগুলো

কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের জন্য ভারতীয় দলে ঢুকে পড়লেন ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। উইম্বলডনে (Wimbledon) জয় পেলেন নোভাক জকোভিচ। অবসরের সম্ভাবনা মর্গ্যানের। দেখে নিন দিনের সেরা খেলার খবরগুলোর এক ঝলক –

ইংল্য়ান্ডে গেলেন ময়ঙ্ক

রোহিতের করোনা আক্রান্ত হওয়ার পরই ময়ঙ্ক আগরওয়ালকে ডেকে নিল টিম ম্য়ানেজমেন্ট। টেস্টের স্কোয়াডে ঢুকে পড়লেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বার্মিংহ্যাম উড়ে যাওয়ার ছবিও পোস্ট করেছেন তরুণ এই ওপেনার। মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছিলেন শেষবার ময়ঙ্ক। এরপর আর জাতীয় দলে ডাক পাননি। আইপিএলেও খুব ভাল পারফর্ম করতে পারেননি। রোহিত না খেললে বার্মিংহ্য়ামে ওপেনিং জুটি হিসেবে দেখা যেতে পারে গিল-ময়ঙ্ককে।

জসপ্রীত বুমরা নেতৃত্বে?

কে এল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ার পর এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক জসপ্রীত বুমরা। ইংল্যান্ডে যে দল উড়ে গিয়েছে সেই দলে বুমরারই রোহিতের ডেপুটি হিসেবে মাঠে নামার কথা। তবে রোহিত না খেললে বুমরাই যে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তা একপ্রকার নিশ্চিত।

অবসর নিতে পারেন মর্গ্যান

রানের মধ্যে তিনি ছিলেন না দীর্ঘদিন ধরেই। ফিটনেসও ভোগাচ্ছিল প্রতিনিয়ত। এবার তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানানোর ভাবনা-চিন্তা করছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে ইংল্যান্ড। সেখানে সিরিজ ইংল্যান্ড জিতলেও ব্যাটার মর্গ্যান পুরো ব্যর্থ। প্রথম ২ ম্যাচেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন। আর তৃতীয় ম্যাচের আগে কুঁচকির চোটের জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে যে আগামীকাল মঙ্গলবারই হয়ত ২২ গজকে চিরতরে বিদায় জানাতে পারেন মর্গ্যান।

জয় জকোভিচের

উইম্বলডনের খেতাব জয়ের অন্য়তম দাবিদার। টুর্নামেন্টের ইতিহাসে ছয়বার জিতেছেন। প্রথম ম্যাচেই কোনও সেট হারছেন, এমনটা জকোভিচের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। কিন্তু এদিন ম্যাচের প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেটেই ৩-৬ ব্যবধানে হেরে যান জোকার। তবে পরের দুটো সেট ৬-৩, ৬-৪ ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন জোকার।

গল টেস্টে শ্রদ্ধা জানানো হবে ওয়ার্নকে

আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। প্রথম টেস্টটি হতে চলেছে গল স্টেডিয়ামে। আর সেই ম্যাচেই এবার প্রয়াত কিংবদন্তী অজি ক্রিকেটার শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে চলেছে লঙ্কা ক্রিকেট অ্য়াসোসিয়েশন। ক্রিকেট শ্রীলঙ্কার (Srilanka Cricket) তরফে এমনই জানানো হয়েছে বিবৃতিতে। উল্লেখ্য, ২০০৪ সালে ভয়াবহ সুনামিতে যখন লণ্ডভণ্ড গল স্টেডিয়াম, গৃহহীন অনেক ক্রিকেট পরিবার, তখন হাজার মাইল পাড়ি দিয়ে সবার আগে সাহায্য নিয়ে হাজির হয়েছিলেন ওয়ার্ন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে মোটা অঙ্কের অনুদান দিয়েছিলেন। সেই থেকেই ওয়ার্ন শ্রীলঙ্কার একজন প্রকৃত বন্ধু।