রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সম্পত্তির পরিমাণ বেড়েছে বলে সম্প্রতি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে এই অভিযোগ এনেছিলেন সিপিএম নেতা এবার এনিয়ে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রর বিরুদ্ধে আদালতে মামলা করলেন উজ্জ্বল বিশ্বাস। মন্ত্রীর দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাঁর সম্মানহানী করা হয়েছে।
নদিয়ার কৃষ্ণনগরের জেলা আদালতে মামলা দায়ের হয়েছে। গত ৮ জুন নিজের ফেসবুক পেজে এই পোস্ট করেছিলেন সূর্যকান্ত মিশ্র। তাতে ‘পাহারায় পাবলিক’ এবং ‘হিসেব চাই জনতা’ হ্যাশট্যাগ দিয়ে সূর্যকান্ত লিখেছিলেন, ‘মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সম্পত্তি বহুগুণে বৃদ্ধি পেয়েছে।’ উজ্জ্বল বিশ্বাসের ছবি দিয়ে ওই পোস্টে তাঁর সম্পত্তির খতিয়ান তুলে ধরেন সিপিএম নেতা। তাতে লেখা রয়েছে, ‘২০১৬ সালে উজ্জ্বল বিশ্বাসের সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ১৮ লক্ষ টাকা। ২০২১ সালে তাঁর সম্পত্তি বেড়ে হয়েছে ৭ কোটি ৩০ লক্ষ টাকা।’ পোস্টে আরও দাবি করা হয়েছে, ‘গত পাঁচ বছরে ২৩৪ শতাংশ সম্পত্তি বেড়েছে উজ্জ্বল বিশ্বাসের।’ শুধু তাই নয়, প্রতিমাসের হিসেবে ৮ লক্ষ টাকা করে সম্পত্তি বেড়েছে বলে দাবি করা হয়েছে।
এই পোস্ট নিয়ে বেজায় ক্ষুব্ধ কারা মন্ত্রী। তিনি জানান, ‘আমি রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমি স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের বংশধর। দেশের জন্য আমার পরিবারের মানুষ প্রাণ বলিদান দিয়েছেন, দুর্নীতি করার জন্য নয়। এরকম অভিযোগ এনে স্বাধীনতা সংগ্রামীর পরিবারকে অবমাননা করা হচ্ছে। এই পোষ্টের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি।’ উজ্জ্বল বিশ্বাসের আইনজীবী জানান, আদালত মামলাটি গ্রহণ করেছে। যদিও, সূর্যকান্ত মিশ্র জানান, ‘এখনও আমি মামলার নোটিশ পাইনি। পেলে আইনগতভাবে লড়ব।’