রঞ্জিতে কাল বাংলা দলে ফিরছেন শামি, সবুজ পিচে তিন পেসারে অসম-বধের পরিকল্পনা
কলকাতা: চার ম্যাচের একটিতে পরাজয় । ড্র বাকি তিন ম্যাচ । যার কোনও ম্যাচেই প্রথম ইনিংসের লিড পায়নি । তাই ঝুলিতে এসেছে মোটে এক পয়েন্ট করে । রঞ্জি ট্রফির এলিট গ্রুপ সি-র একেবারে তলানিতে পড়ে রয়েছে অসম । দুর্বল সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই রবিবার থেকে রঞ্জি ট্রফির লড়াইয়ে নামছে বাংলা । যারা এই মুহূর্তে গ্রুপ সি-র শীর্ষে । ৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে পা বাড়িয়েই রেখেছে । তবু প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নারাজ বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল । বলছিলেন,…










