Ranji Trophy 2025: ক্রিকেটে ‘সোনার সময়’ বাংলার! রনজিতে আবার জয়, সঙ্গে বোনাস পয়েন্ট, যাকে পাচ্ছে তাকেই হারাচ্ছেন শাহবাজরা!
Ranji Trophy: সোমবার রাত থেকেই বাংলার জয়ের একটা আশা তৈরি হয়েছিল। মঙ্গলবার (১১ নভেম্বর) সেই আশা পূরণ হল। চলতি রনজি ট্রফির চতুর্থ ম্য়াচে রেলওয়েজকে হারাল বাংলা ক্রিকেট দল। কলকাতা : এবার কি তা হলে রনজি জয়ের বড় সম্ভাবনা বাংলার! এখনই এটা বলা হয়তো বাড়াবাড়়ি হয়ে যাবে! তবে সকাল দেখে সারাদিনের একটা আভাস তো দেওয়া যেতেই পারে। রনজি ট্রফিতে এবার এখনও পর্যন্ত বাংলার চারটি জয়। আর তাতেই বাংলাকে নিয়ে চড়ছে প্রত্যাশার পারদ। সোমবার রাত থেকেই বাংলার জয়ের একটা আশা তৈরি…








)

