‘নো বল’ অভিশাপে কল্যাণীতে কোণঠাসা বাংলা, লাঞ্চেই ৩২৫ রানের লিড পেয়ে গেল হরিয়ানা
সন্দীপ সরকার, কল্যাণী: প্রবাদ রয়েছে, ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। বাংলা ক্রিকেটারদের সাহসে ঘাটতি দেখে কী ভাগ্যলক্ষ্মীও মুখ ঘোরালেন? কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির (Ranji Trophy) মাঠে হরিয়ানাকে চাপে ফেলার সুযোগ পেয়েও পারল না বাংলা। উল্টে শনিবার তৃতীয় দিন লাঞ্চ বিরতিতেই ৩২৫ রানের লিড পেয়ে গেল হরিয়ানা। শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ১৫৮/২ ছিল হরিয়ানার দ্বিতীয় ইনিংসের স্কোর। বাংলার চেয়ে ১৯০ রানের লিড পেয়ে গিয়েছিল তখনই। যদিও বাংলা শিবির আশায় ছিল, শনিবার সকালে প্রত্যাঘাত সম্ভব। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলেছিলেন, ‘শনিবার সকালটা খুব…