শেষ ম্যাচে বিতর্কিত আউট মনোজ, ডাবল সেঞ্চুরি করে ইডেনে আলো জ্বাললেন অভিমন্যু

শেষ ম্যাচে বিতর্কিত আউট মনোজ, ডাবল সেঞ্চুরি করে ইডেনে আলো জ্বাললেন অভিমন্যু

সন্দীপ সরকার, কলকাতা: আশুতোষ আমনের বল যখন তাঁর প্যাডে আছড়ে পড়ল, তখন তিনি স্টেপ আউট করে ক্রিজের খানিক বাইরে। অথচ বোলার ও ফিল্ডারদের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দিলেন আম্পায়ার।

বিতর্কিত সিদ্ধান্তেই ৩০ রান করে ফিরতে হল মনোজ তিওয়ারিকে (Manoj Tiwary)। যা হয়তো তাঁর কেরিয়ারের শেষ ইনিংস হয়ে রইল। ম্যাচের যা গতিপ্রকৃতি, তাতে বাংলাকে (Bengal vs Bihar) হয়তো দ্বিতীয় ইনিংসে ব্যাটই করতে হবে না। বিহারের বিরুদ্ধে এই ম্যাচ খেলেই অবসর নিচ্ছেন মনোজ। শনিবার, ম্যাচের দ্বিতীয় দিন তিনি ব্যাট করতে নামার সময় এবং আউট হয়ে ফেরার সময় গার্ড অফ অনার দিলেন বাংলা ও বিহার – দুই দলের ক্রিকেটারেরাই। এমনকী, আম্পায়াররাও হাজির ছিলেন সেখানে। শুক্রবার মনোজ বলেছিলেন, কেরিয়ারের শেষ ইনিংসকে স্মরণীয় করে রাখার চেষ্টা করবেন। তাঁর ব্যাটিং দেখতে এসেছিলেন পরিবারের সদস্যরাও। কিন্তু আম্পায়ারিংয়ের ভুলে বড় ইনিংস থেকে বঞ্চিত হলেন তিনি।

যদিও মনোজের বিদায়ী মঞ্চে ইডেনে (Eden Gardens) আলো জ্বাললেন অভিমন্যু ঈশ্বরণ। যিনি গোটা মরশুমে দুটি মাত্র রঞ্জি ম্যাচ খেলছেন। তার আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে খেলছিলেন। সেই অভিমন্যু ইডেনে বিহারের বিরুদ্ধে অপরাজিত ডাবল সেঞ্চুরি করলেন। প্রথম দিনের শেষে ৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি। শনিবার প্রথমে সেঞ্চুরি, তারপর ডাবল সেঞ্চুরি করলেন। তিনি ছাড়া রান পেয়েছেন উইকেটকিপার অভিষেক পোড়েল। ৫৪ বলে ৫৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন তিনি। ৪১১/৫ স্কোরে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে বাংলা।

বিহার প্রথম ইনিংসে ৯৫ রানে অল আউট হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩২ রানে এক উইকেট পড়ে গিয়েছে তাদের। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে এক উইকেট তুলে নিয়েছেন মুকেশ কুমার। এখনও ২৮৪ রানে এগিয়ে বাংলা। বিহারের ব্যাটিং অর্ডারের যা হাল, তাতে রবিবারই ম্যাচ শেষ হয়ে যেতে পারে। যদি না অলৌকিক কিছু ঘটে, তাহলে মনোজের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সম্ভাবনাও এই মুহূর্তে নেই।

রবিবার বিকেলেই তাই মনোজ বরণের প্রস্তুতি সেরে ফেলেছে সিএবি। সোনার জল করা ব্যাট দিয়ে মনোজকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা হয়েছে। মাঠে বাংলার ক্রিকেটারেরা কি বোনাস পয়েন্ট সহ জিতে সান্ত্বনা পুরস্কার দিতে পারবেন প্রথম শ্রেণির ক্রিকেটে দশহাজারি ব্যাটারকে?

(Feed Source: abplive.com)