বাংলার ক্লাব ক্রিকেটে এবার কমবে হিন্দিভাষীদের দাপট! অসাধু চক্র রুখতে নয়া নিয়ম আনছে সিএবি
Bengal Cricket: ময়দানের একাধিক ক্লাব অন্য রাজ্যের খেলোয়াড়দের শহরে এনে স্থানীয় ঠিকানায় নতুন করে আধার কার্ড বানিয়ে খেলাচ্ছিল। যার ফলে অন্য রাজ্যের খেলোয়াড়রা স্থানীয় পরিচয় নিয়ে দিব্যি খেলা চালিয়ে যাচ্ছিল। বঞ্চিত হচ্ছিল ভূমিপুত্ররা। কলকাতা: সপ্তখানেক আগে নিউজ18 বাংলার প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল সিএবি পরিচালিত বাংলার ক্লাব ক্রিকেটের চাঞ্চল্যকর তথ্য। যেখানে নাম প্রকাশে অনিচ্ছুক ২ আম্পায়ারের বক্তব্য তুলে ধরা হয়েছিল। মূলত সেই আলোচনার বিষয় ছিল বাংলার ক্লাব ক্রিকেটে ভিন রাজ্যের ক্রিকেটারদের উপস্থিতি। আম্পায়ারিং করার সময় বাংলা নয় বরং হিন্দিতেই কথা বলতে…