পরনে ব্রা-লেট, শর্ট স্কার্ট, আইফার মঞ্চে আগুন ধরালেন সুনিধি চৌহান
IIFA-২০২৩ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চ। অনুষ্ঠানস্থল আবুধাবি। মঞ্চে তখন চলছে শিলা কি জওয়ানি’ গানের সঙ্গে পারফরম্যান্স। পরনে কালো ব্রা-লেটের সঙ্গে শর্ট স্কার্ট পরে বলিউডের গানে জমিয়ে যিনি পারফর্ম করছেন তাঁকে এক ঝলক দেখলে চমকে যেতে হয়। নাহ উনি কোনও নায়িকা নন, ভালো করে দেখলেই বুঝবেন ইনি সুনিধি চৌহান। মা হওয়ার পর নিজের খোল নলচে বদলে এক্কেবারে নতুন রূপে ধরা দিয়েছেন সুনিধি। সম্প্রতি আবুধাবিতে আয়োজিত আইফার অনুষ্ঠানের মঞ্চে একপ্রকার আগুন ধরিয়ে দেন সুনিধি। পাশ্চাত্যের রক গায়ক-গায়িকাদের মতোই পারফর্ম করেছেন তিনি। সুনিধি…