IIFA-২০২৩ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চ। অনুষ্ঠানস্থল আবুধাবি। মঞ্চে তখন চলছে শিলা কি জওয়ানি’ গানের সঙ্গে পারফরম্যান্স। পরনে কালো ব্রা-লেটের সঙ্গে শর্ট স্কার্ট পরে বলিউডের গানে জমিয়ে যিনি পারফর্ম করছেন তাঁকে এক ঝলক দেখলে চমকে যেতে হয়। নাহ উনি কোনও নায়িকা নন, ভালো করে দেখলেই বুঝবেন ইনি সুনিধি চৌহান। মা হওয়ার পর নিজের খোল নলচে বদলে এক্কেবারে নতুন রূপে ধরা দিয়েছেন সুনিধি।
সম্প্রতি আবুধাবিতে আয়োজিত আইফার অনুষ্ঠানের মঞ্চে একপ্রকার আগুন ধরিয়ে দেন সুনিধি। পাশ্চাত্যের রক গায়ক-গায়িকাদের মতোই পারফর্ম করেছেন তিনি। সুনিধি যখন পারফর্ম করছিলেন, দর্শাসনে তখন উন্মাদনা তুঙ্গে। সকলেই গানের সঙ্গে জমিয়ে নাচছেন। এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল গত ২৭ মে, তবে সুনিধির এই পারফরম্যান্সের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় নতুন করে উঠে এসেছে। ২ জুলাই আইফার ফেসবুক পেজ থেকেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যা দেখে অভিভূত নেটপাড়ার নাগরিকরা। কমেন্ট বক্সে অনেকেই আগুনের ইমোজি দিয়েছেন। কেউ আবার কমেন্টে লিখেছেন, ‘Outstanding’। কারোর কথায়, উনি সত্যিই দারুণ পারফর্মার। কেউ আবার লিখেছেন ‘এই জন্যই উনি আমার এত প্রিয়’। কেউ লিখেছেন, ‘OMG! What a transformation!’
তবে শুধু সুনিধিই নন, ওই দিন আইফার মঞ্চে জমিয়ে পারফর্ম করেছিলেন পাঞ্জাবি সঙ্গীত তারকা সুখবীর সিং, যিনি কিনা আবার ‘প্রিন্স অফ ভাংড়া’ বলেও পরিচিত। সেদিনে সকলের পারফরম্যান্স জমিয়ে উপভোগ করতে দেখা গিয়েছিল ভাইজান সলমনকে।
তারকা খচিত ওই অনুষ্ঠানে সলমন খান ছাড়াও ছিলেন রাজকুমার রাও, অভিষেক বচ্চন, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, বিজয় ভার্মা, রাকুল প্রীত সিং, নোরা ফাতেহি, জ্যাকুলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচা, এশা গুপ্তা, ফারাহ খান, বোমান ইরানি, রাধিকা মদন, ক্রিস্টেল ডি’সুজা মতো বলি তারকারা। গায়কদের মধ্যে ছিলেন পলক মুছল, সুনিধি চৌহান, র্যাপার বাদশা, অমিত ত্রিবেদী এবং সুখবীর।
(Feed Source: hindustantimes.com)