দিঘার ছেলে এবার বাংলার হয়ে বাইশ গজে দাপট দেখাবে
দিঘা: প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে এবার বাংলার হয়ে ক্রিকেট মাঠে দাপট দেখাবেন দিঘার প্রণয় কুমার গিরি। দিঘা যে জেলার সেই পূর্ব মেদিনীপুরের ময়নার অশোক দিন্দা বাংলার পাশাপাশি ভারতীয় দলের হয়েও ক্রিকেট মাঠে দাপট দেখিয়েছেন। যদিও দিন্দা এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। সেই তাঁর জেলা থেকেই ২২ গজে দাপট দেখানোর জন্য উঠে আসছে প্রণয়। রামনগর মাধবপুর আর কে বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র প্রণয় অনূর্ধ্ব ১৭ বাংলা দলে টিমে সুযোগ পেয়েছে। দিঘা ক্রিকেট কোচিং ক্যাম্প থেকে সরাসরি বাংলা দলের সুযোগ পাওয়ায় উচ্ছ্বশিত…