ISL-এ চালু হোক VAR, ‘খারাপ’ রেফারিংয়ের শিকার হওয়ার পর জোরালো দাবি ইস্টবেঙ্গলের
ISL-এ খারাপ রেফারিংয়ের অভিযোগ নতুন নয়, বিগত কয়েক বছর ধরে একাধিক ক্লাব সেই বিষয়ে সরব হয়েছে। এবার সেই একই কারণে ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও ভারতের প্রধান ফুটবল লিগে VAR চালু করার জোরাল দাবি জানানো হবে। বিশেষ করে গত ম্যাচে যা ঘটে তারপর। লাল-হলুদের অভিযোগ, গত ম্যাচে মহামেডানের বিরুদ্ধে তাদের ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি। এছাড়াও কিছু সেকেন্ডের ব্যবধানে দুটো লাল কার্ড দেখার বিষয়টাও ভালো ভাবে নিচ্ছে না তারা। রেফারি হরিশ কুন্ডুর বিরুদ্ধে ক্ষোভ দেখান ইস্টবেঙ্গলের সমর্থকরাও। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ…