Mohun Bagan vs Mohammedan: লিস্টন আগুনে ১০ জনের মোহনবাগান মিনি ডার্বিতে হারাল মহামেডানকে!
শুভপম সাহা: মহামেডানকে হারিয়েই চলতি ডুরান্ড (Mohun Bagan vs Mohammedan, Durand Cup 2025) অভিযান শুরু করল বাস্তব রায়ের মোহনবাগান| পরপর দু’ম্যাচ হেরে কার্যত ডুরান্ড থেকে ছিটকেই গেল মেহরাজউদ্দিন ওয়াডুর সাদা-কালো শিবির| পরের ম্যাচে মহামেডান জিতলেও খুব একটা সুবিধা করতে পারবে না| ডুরান্ড কাপ ও রেড রোডের ধারের ক্লাবের বয়স একই-১৩৪ বছর| গত মরসুমে আইএসএলে পা রাখা ময়দানের অন্যতম প্রধানের অধিকাংশ ফুটবলারই ডুরান্ডে প্রথমবার| ঢাল-তরোয়ালহীন নিধিরাম সর্দার (মেহেরাজুদ্দিন ) কী বা প্রত্যাশা করতে পারেন! তবুও টিমকে জার্সির সম্মানের কথা মাথায়…









