বিদেশি তারকা নয়! এবার ইস্টবেঙ্গলের ১০ নম্বর জার্সি গায়ে খেলবেন ভারতীয় স্ট্রাইকার
আইএসএল নিয়ে চরম ডামাডোল চলছে। ইতিমধ্যেই আইএসএল স্থগিত রাখার কথা জানানো হয়েছে ক্লাবগুলোকে। মাস্টার রাইট এগ্রিমেন্ট না হওয়ার পর্যন্ত আইএসএল কবে হবে, আদৌ হবে কিনা, এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। ফেডারেশনের ভবিষ্যৎও আপাতত বিশ বাও জলে। যদিও আইএসএলসহ ভারতীয় ফুটবলের বড় প্রতিযোগিতাগুলো হবে ধরেই নিয়েই দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল। ইন্টার কাশি থেকে তিন বছরের চুক্তিতে স্ট্রাইকার এডমুন্ড লালরিনডিকাকে সই করিয়ে ফেলল লালহলুদ শিবির। তিনিই এবারে ইস্টলেঙ্গলের দশ নম্বর জার্সি গায়ে খেলতে চলেছেন। এমনিতে সাম্প্রতিক সময় কলকাতার তিন…









