আমি কখনও প্লে অফ জিতিনি… পুরনো দলের বিরুদ্ধে জয় ছাড়া ভাবছেন না গ্রেগ স্টুয়ার্ট
একবার নয়, তিন বার লিগ শিল্ড জয়ের স্বাদ পেয়েছেন। মুম্বই এবং জামশেদপুরের পর মোহনবাগানের জার্সিতেও তিনি লিগ শিল্ড জিতেছেন। কিন্তু জেতা হয়নি আইএসএল ট্রফি। তাই এই মরশুমে সেই অধরা স্বপ্ন পূরণের আশায় গ্রেগ স্টুয়ার্ট। একই বছর শিল্ডের সঙ্গে ট্রফি জিতেছে একমাত্র মুম্বই সিটি এফসি। এবার মুম্বইয়ের সেই নজির ছুঁতে মরিয়া মোহনবাগান এসজি। সেই স্বপ্ন সফল হওয়ার সম্ভাবনাও রয়েছে এবার। তবে মোহনবাগানকে পার করতে হবেআর দু’টি ধাপ। সেমিফাইনাল এবং ফাইনাল। সেমিতে হোম, অ্যাওয়ে মিলিয়ে ২টি ম্যাচ খেলতে হবে। আর বাগানের…