ওড়িশাকে হারিয়ে লিগ শিল্ড জিততে চান মোলিনা, লোবেরার লক্ষ্য বাগানের উৎসব মাটি করা
টানা দ্বিতীয় বার লিগ শিল্ড জয়ের হাতছানি। আইএসএলের প্রথম দল হিসাবে পরপর লিগ শিল্ড জিতে ইতিহাস লেখার অপেক্ষায় মোহনবাগান। আর এই অপেক্ষার অবসান হতে পারে রবিবারই। ২৩ মার্চ যুবভারতীতে মোহনবাগান যদি ওড়িশা এফসি-কে হারিয়ে দেয়, তাহলেই বাজিমাত করবে তারা। কারণ লিগ শিল্ড জিততে সবুজ-মেরুন ব্রিগেডের আর মাত্র তিন পয়েন্ট দরকার। তবে এই পরিস্থিতিতে বাড়তি সতর্ক মোহনবাগান এসজি কোচ হোসে মোলিনা। হাতে এখনও তিন ম্যাচ রয়েছে। এই অবস্থায় দলের ফুটবলারদের মধ্যে যাতে আত্মতুষ্টি না আসে, সেটাই একমাত্র লক্ষ্য মোলিনার। ঘরের…