ওড়িশা ম্যাচে জঘন্য রেফারিং, ফেডারেশনকে অভিযোগ জানাচ্ছে ইস্টবেঙ্গল

ওড়িশা ম্যাচে জঘন্য রেফারিং, ফেডারেশনকে অভিযোগ জানাচ্ছে ইস্টবেঙ্গল

আইএসএলের চলতি মরশুমে একেবারেই ছন্দেহ নেই ইস্টবেঙ্গল। দশটি ম্যাচে তাদের মোট সংগ্রহ ১১ পয়েন্ট, যার মধ্যে রয়েছে মাত্র দুটি জয়, পাঁচটি ড্র এবং তিনটি হার। অধিকাংশ ম্যাচেই প্রথমে নিয়ে এগিয়ে যাওয়া সত্বেও, শেষ পর্যন্ত তারা জিততে পারেনি। তবে এই আবহাওয়ায় রেফারিং নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন দলের সচিব রূপক সাহা। লাল-হলুদ শিবিরের দাবী যে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে তিনটি নায্য পেনাল্টি দেওয়া হয়নি দলকে। যার জেরে জয় পায়নি তারা। রূপক সাহা অভিযোগ করেছেন যে খারাপ রেফারিংয়ের জন্য ম্যাচের সঠিক ফলাফল হচ্ছে না। পাশাপাশি, তিনি আরও দাবি করেন যে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।

শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গন আইএসএলে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ও ওড়িশা এফসি। ম্যাচ শেষে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় হোম টিম ও সমর্থকদের। খেলার ফলাফল ছিল গোলশূন্য। সেই ম্যাচে নিশ্চিত দুটি পেনাল্টি দেননি রেফারি। যা স্পষ্ট বোঝা গিয়েছে। তাই ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেছেন দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর অভিযোগ যে রেফারির ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হচ্ছে গোটা দলকে এবং একটি জেতা ম্যাচ হাতছাড়া হয় দলের। এরপর কড়া পদক্ষেপ নেওয়া হয় দলের তরফ থেকে। ফেডারেশনকে চিঠি পাঠান দলের সচিব রূপক সাহা। সঙ্গে পাঠানো হয়েছে সেই ম্যাচের বেশকিছু ভিডিয়োও।

রূপক সাহা জানিয়েছেন, ‘গত কয়েক মরশুম ধরেই বাজে রেফারিং নিয়ে চিঠি পাঠানো হয়েছে ফেডারেশনকে। এর জন্যে আমরা নিজেদের ম্যাচের যোগ্য ফলাফল পাচ্ছি না। তবে এবার আমরা মনে করি এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে। ওড়িশার বিরুদ্ধে ম্যাচে আমরা তিনটি পেনাল্টি পাইনি। এমনকী বিপক্ষ দলের ফুটবলারদের লাল কার্ডও দেখানো হয়নি। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচেও একই ঘটনা ঘটে। আমরা বারবার চিঠি দিয়েছি, তবে সেটা উপেক্ষা করা হয়েছে। এর জন্য আমাদের চরম ক্ষতি হচ্ছে। ওড়িশার বিরুদ্ধে ম্যাচে আমরা বেশকিছু ক্লিপিংস পাঠিয়েছি। আশা করি কর্তৃপক্ষের তরফ থেকে এবার সঠিক পদক্ষেপ নেওয়া হবে।’

অন্যদিকে, এই সবকিছুর মাঝে, সুপার কাপ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলের হেড কোচ কুয়াদ্রাত। তিনি বলেন, ‘সেমিফাইনালে জায়গা পাওয়ার জন্য যেটা করার আমরা করব আমাদের সেরাটা আমাদের দিতে হবে এটুকুই আমরা জানি শেষ ম্যাচ ডার্বি। যদিও তার আগে দুটো ম্যাচ রয়েছে। তাই এই মুহূর্তে আমরা ডার্বি নিয়ে কিছু ভাবতে চাই না।’

(Feed Source: hindustantimes.com)