এটি সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে… আসন্ন ISL মরশুম ও FSDL নিয়ে মুখ খুলল AIFF
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) তাদের পার্টনার Football Sports Development Limited (FSDL)-এর তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে FSDL জানিয়েছে, পুনর্বিন্যস্ত চুক্তিগত কাঠামোর অধীনে তাদের অধিকার নিয়ে স্পষ্টতা না থাকায় তারা আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ (ISL) মরশুম পরিচালনা করতে পারছে না। AIFF-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, Master Rights Agreement অনুসারে, AIFF যথাসময়ে ২১ নভেম্বর, ২০২৪-এ — FSDL-এর সঙ্গে সম্ভাব্য নবায়নের শর্তাবলী নিয়ে আলোচনা শুরুর প্রক্রিয়া শুরু করেছিল। এরপর AIFF ও FSDL-এর শীর্ষ প্রতিনিধিরা যথাক্রমে ৫…









