শুরুতে দিমি-তালালদের নিয়েও ১১ নম্বরে দল! ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছে না লালহলুদ
ইস্টবেঙ্গলের এই মরশুমের দল সাম্প্রতিক সময়ের মধ্য়ে অন্যতম সেরা দল, সেকথা বলার অপেক্ষা রাখে না। লালহলুদ কর্তা এবং বিনিয়োগকারীরা মরশুম শুরুতে যে দল বানিয়েছিল তাতে সমস্ত সমর্থকরাই আশায় বুক বেঁধেছিলেন। গতবারের দল থেকে যেমন ক্লেইটন সিলভা, সাউল ক্রেসপো, হিজাজি মাহেরদের দলে ধরে রেখেছিল দল, তেমন নতুন ফুটবলারদের নেয় ক্লাব। গতবারের আইএসএলের টপ স্কোরার দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে কেরল ব্লাস্টার্স থেকে নিয়ে আসে ইস্টবেঙ্গলের স্পন্সর, ইনভেস্টররা। এরপর আসেন মাদিহ তালাল। তিনি আবার গত আইএসএলের সব থেকে বেশি অ্যাসিস্ট করেছিলেন। এছাড়াও মোহনবাগান ডিফেন্সে…